Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ট্যাম্পাকো ট্র্যাজেডি ॥ ঈদের ১৫ দিন পর বিয়ে হবার কথা ছিলো রোজিনা-তাহমিনার

নুুরুল আমিন, চুনারুঘাট থেকে ॥ ঈদের ১৫ দিন পর দু’মেয়েকে একই সাথে বিয়ে দিবেন-এমন চিন্তাভবনা করে রেখেছিলেন বাবা হানিফ মিয়া। সে জন্য পাত্রও ঠিক করা ছিল। বিয়ের বিষয়টি টেলিফোনে মেয়েদেরকে জানিয়েছিলেন বাবা। এ জন্যে বেতন বোনাসের বড় একটি অংশ রোজিনারা ব্যয় করেছিলো কাপড়-চোপড় কেনা কাটায়। কিন্তু বিয়ের পীড়িতে বসা হলনা তাদের। এর আগেই ভবনের নীচে চাপা পড়ে মারা গেলো তাদের স্বপ্নগুলো। কথা ছিল মা-বাবা, ভাই-বোনের সঙ্গে ঈদ করবে তারা। সেরকম স্বপ্ন নিয়েই বাড়ির উদ্দেশে যাত্রা করেছিলেন দুই বোন তাহমিনা ও রোজিনা। দরিদ্র পরিবারের দুই তরুণী সঙ্গে নিয়েছিলেন চাল, চিনি, তেল। ঢাকার গাজীপুর থেকে হবিগঞ্জের গ্রামের বাড়ির উদ্দেশে সকালে বাসা থেকে বের হন তারা। গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্প নগরীর ট্যাম্পাকো পয়েল কারখানার পাশ দিয়ে রিকশায় করে যাচ্ছিলেন তারা। পরনে ছিল নতুন জামা। হাস্যোজ্জ্বল ছিলেন দুই বোন। তারা কি জানতেন এটাই ছিল তাদের জীবনের শেষ হাসি। হঠাৎ একটা বিকট শব্দ। প্রত্যক্ষদর্শীরা বলছিলেন, যেন পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছিল। কিছু বুঝে ওঠার আগেই চারদিকে আগুনের শিখা আর ধোঁয়া ছড়িয়ে পড়ছিল আশপাশে। দেয়াল ধসে পড়ছিল। ধসে পড়া দেয়ালের চাপাতেই মারা যান দুই বোন ও রিকশাচালক। পাকিজা গ্র“পের ফ্যাক্টরির ম্যানেজার মারুফ বিল্লাহ জানান, দুই বছর ধরে পাকিজা গ্র“পের ফ্যাক্টরিতে কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে চাকরি করতেন তাহমিনা। শুক্রবার সন্ধ্যায় ফ্যাক্টরিতে কর্মরতদের ঈদের উপহার হিসেবে চাল, চিনি ও তেলের একটি প্যাকেজ দেয়া হয়। শনিবার সকালে ওই উপহার নিয়েই বাড়ির উদ্দেশে যাত্রা করেছিলেন তাহমিনা ও রোজিনা। পাকিজার পাশে সুমি এপারেল ফ্যাক্টরিতে কাজ করতেন রুজিনা। দুই বোন থাকতেন টঙ্গী শিল্প নগরীতেই। নিহত ওই দু’বোনের বাড়ী চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ঘনশ্যাপুর গ্রামে। তাদের বাবার নাম মোঃ হানিফ মিয়া। তিনি পেশায় একজন রিক্সা চালক। রোজিনারা ৬ বোন আর ৩ ভাইয়ের জীবনকে কিছুটা উন্নত করার জন্য ঢাকায় পাড়ি জমায়। বিগত ৭ বছর ধরে রোজিনা ও আহমিনা চাকরি করতো ঢাকায়। ঈদের বেতন বোনাস পেয়ে তারা বাড়ির সকল সদস্যের জন্য কাপড় চোপড় আর ছোটদের জন্য বিভিন্ন ধরনের খেলনাও কিনেছিলো তারা। বাবার জন্য রোজিনা কিনেছিলো লুঙ্গি আর পাঞ্জাবী। মায়ের জন্য দামী একখান শাড়ী কিনেছিলো তাহমিনা। কষ্টার্জিত টাকায় কেনা সেই শাড়ী-লুঙ্গি বাবা-মায়ের হাতে তুলে দিতে পারলো না রোজিনা-তাহমিনা। তারা কফিনবন্দি হয়ে বাড়ি ফিরলেও বাবা-মা-ভাই-বোনের হাতে পৌছেনি সেই জামা-কাপড়গুলো। শুক্রবার রাত সাড়ে ৩ টার সময় লাশবাহি একটি গাড়ীতে করে রোজিনা আর তাহমিনার মরদেহ পৌছে গ্রামের বাড়িতে। এখানে রাত থেকেই এলাকার শোকাহত মানুষের ভিড় জমেছিলো। কফিনটি বাড়ির উঠোনে নামাতেই এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। হাউ মাউ করে কান্নায় ভেঙ্গে পড়েন প্রতিবেশীরা। রোজিনা-তাহমিনার মা-বাবা বুক ছাপড়িয়ে বিলাপ করতে থাকেন। হতভাগী মা’ নিহত কন্যাদের মুখ দেখার পর থেকেই অজ্ঞান হয়ে পড়েন উঠোনে। বাবা হানিফ মিয়া মিয়া বলেন, মেয়ে দুটোই ছিলো তার সংসারের একমাত্র অবলম্বন। তাদের বেতনের টাকায় চলেতো সংসার। ছোট সন্তানদের লেখা-পড়ার খরচ তারাই মেটাতো। রোজিনাদের ছোট বোন রীমার বিলাপ দেখে প্রতিবেশীরা কেউই চোখের পানি ধরে রাখতে পারেন নি। আহম্মদাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আঃ লতিব বলেন, রোজিনাদের সাথে নতুন অনেক কাপড় ও নগদ টাকা ছিলো। এগুলো খোয়া গেছে। লাশ আনতে নিহত পরিবারের সদস্যদের পোহাতে হয়েছে অনেক দুর্ভোগ। গতকাল রবিবার সকাল সাড়ে ৯টার সময় জানাজা শেষে হতভাগী ওই দু বোনের মরদেহ ঘনশ্যামপুর গ্রামের পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।