Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত রবিবার হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক সমাচার পত্রিকার প্রথম পাতায় “লাখাইয়ের করাব ইউনিয়নের ভিজিএফ এর চাল বিতরণে অনিয়ম দুর্নীতির অভিযোগ” এবং দৈনিক হবিগঞ্জের জননী পত্রিকার প্রথম পাতায় “করাব ইউনিয়নের ভিজিএফ এর ১৪৩ মন চাল গেল কই” শিরোনামের সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। ঈদ উপলক্ষ্যে ভিজিএফ কার্ডধারীদেরকে সরকারের নিয়মানুযায়ী চাল দেয়া হয়েছে। চেয়ারম্যান সাহেব বরাদ্দকৃত অর্পন করেন। আমরা যথাযথভাবে দায়িত্ব পালন করিয়াছি। সংবাদে প্রকাশিত ১১শ ৩২ জন কার্ডধারীর মধ্যে ৮শ জনকে চাউল দেয়া হয়েছে। যাহা আদৌ সত্য নয়। প্রতিটি ওয়ার্ডের মেম্বার যথাযথভাবে নামের তালিকা অনুযায়ী ১১শ ৩২জনকে চাউল দিয়েছেন। বিতরণের সময় উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধির উপস্থিতিতে প্রত্যেককে চাউল দেওয়া হয়। উল্লেখিত জমির আলী ও মরিয়ম চান ভিজিএফ এর অগ্রাধিকার তালিকায় কোন নামই নেই এবং চেয়ারম্যান কাউকে ফেরতও দেননি। উপরন্ত কার্ড বিহীন বেশ কয়েকজন বয়স্ক পুরুষ মহিলাকে চেয়ারম্যান সাহেব ব্যক্তিগত ভাবে নগদ টাকা দিয়ে সাহায্য করেছেন। প্রকাশিত সংবাদটি যাহা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমরা উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানাই।
আলী আফছর, ৩নং ওয়ার্ড মেম্বার, ভিংরাজ, ৭নং ওয়ার্ড মেম্বার, মোঃ আব্দুল মালেক, ৪নং ওয়ার্ড মেম্বার, ৫নং করাব ইউপি, লাখাই।