Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজমিরীগঞ্জে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ ॥ শতাধিক আহত

স্টাফ রিপোর্টার ॥ আজিমরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই দলের সংঘর্ষে টেটাবিদ্ধসহ অর্ধশতাধিক আহত হয়েছে। এর মাঝে টেটাবিদ্ধ অবস্থায় ৪জনকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গতকাল শনিবার সকাল ৭টা থেকে ১০ টা পর্যন্ত এ সংঘর্ষ হয়। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে শিবপাশা গ্রামের হিরা মিয়ার পুত্র মোর্শেদ ও মনু মিয়ার পুত্র তোফাজ্জুলের ফুটবল খেলা নিয়ে বাকবিতন্ডা হয়। এর জের ধরে গতকাল সকালে হিরা মিয়ার পক্ষে সাবেক চেয়ারম্যান নলিউর রহমান ও মনু মিয়ার পক্ষে বর্তমান চেয়ারম্যান আলী আমজাদের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ৩ঘন্টা ব্যাপী সংঘর্ষে শতাধিক আহত হয়। খবর পেয়ে শিবপাশা ফাঁড়ি ও আজমিরীগঞ্জ থানার ওসি অহিদুর রহমান পিপিএমের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে মাসুম মিয়া, নাসির মিয়া, হোসেন মিয়া, জুবায়ের, রুহুল আমিন, লেদু মিয়া, লুৎফুর রহমান, হাবিবুর, লোকমান, বাবুল, স্বপন, জমরুল, তাহের, এমদাদুল, আব্দুল আলীম, তোফাজ্জুল, জাহাঙ্গীর, রমজান আলী, সহিদ আলী, খেলু মিয়া, মবিন, সেকুল, মোর্শেদ, হিরা মিয়া, মনু মিয়াসহ অর্ধশতাধিক লোককে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর ছাড়া সেকুল, আব্দুল কাইয়ুম, হাবিবুল, সিরাজুল, অহিবুলসহ ৪ জনকে গুরুতর টেটাবিদ্ধ অবস্থায় সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আজমিরীগঞ্জ থানার ওসি অহিদুর রহমান পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।