Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি দুপুরে অনুমোদন বিকেলে স্থগিত ঘোষণা

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥
নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের ৯১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটিকে জেলা কমিটি কর্তৃক অনুমোদন দেয়ার কয়েক ঘণ্টা পরই ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ থেকে কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা দেয়া হয়। তবে কেন্দ্রীয় সংসদের ঘোষণার ব্যাপারে জেলা কমিটি কিছু জানেননা বলে জানান।
সংশ্লিষ্ট সূূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বাংলাদেশ ছাত্রলীগ নবীগঞ্জ উপজেলা কমিটি গঠনকে কেন্দ্র করে অভ্যন্তরীণ কোন্দল, গ্র“পিং, লবিং ও দাঙ্গা-হাঙ্গামার ঘটনা ঘটে। এ অবস্থায় জেলা ছাত্রলীগ কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকের উপস্থিতিতে বিগত ২০ এপ্রিল উভয় গ্র“পকে মিলিয়ে নবীগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি ঘোষনা দেয়া হয়। ৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণার ৪মাসের মাথায় উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু ছালেহ জীবন ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান ৯১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটি বরাবরে প্রেরণ করা হয়। গতকাল শনিবার দুপুরে উক্ত পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয় জেলা কমিটি। এতে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা বিরাজ করে। এরই মধ্যে খবর আসে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক পত্রে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হয়। যা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। ফলে সেই উদ্দীপনা ম্লান হয়ে যায়। এ ব্যাপারে জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করলে তারা জানান, নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেয়া হয়েছে। শুনেছি কেন্দ্রীয় সংসদ কমিটির সাংগঠনিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছেন। তবে জেলা ছাত্রলীগ এ সংক্রান্ত কোন পত্র পায়নি। এ ব্যাপারে কেন্দ্রীয় দপ্তরে যোগাযোগের চেষ্টা চলছে।