Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে ফাঁদে ফেলে দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ফাঁদে ফেলে দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার চুনারুঘাটের আমুরোড বাজার থেকে তাদেরকে আটক করা হয়। এরা হলো ঘনশ্যামপুর গ্রামের কনা মিয়ার পুত্র জলিল মিয়া (৩২) ও বনগাও গ্রামের মৃত আব্দুল আউয়ালের পুত্র এমরান হোসেন (৩০)। এদের কাছ থেকে ১শ ৯৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, শুক্রবার সকাল থেকে ওই দুই মাদক ব্যবসায়ীর পেছনে সোর্স লাগিয়ে দেয়া হয়। দুপুর ২ টার সময় এক পুলিশ সদস্য ক্রেতা সেজে আমুরোড বাজারস্থ এমারানের ব্যবসা প্রতিষ্টান পারুল ট্রেডার্সে এসে ২শ পিস ইয়াবা কেনার আগ্রহ দেখায়। এ সময় এমরান অপর ব্যবসায়ী জলিলকে ২শ পিস ইয়াবা নিয়ে আসতে বলে। কথামত জলিল চাহিদা অনুযায়ী ইয়াবা নিয়ে এমরানের দোকানে প্রবেশ করে। এর আগে থেকেই একদল পুলিশ এমরানের দোকানের আশপাশে অবস্থান নেয়। সংকেত পেয়ে পুলিশ সদস্যরা ওই দুই ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করে। আটক ইয়াবার স্থানীয় মূল্য প্রায় ৩০ হাজার টাকা।
পুলিশ ও বিশ্বস্থ সূত্র জানায়, আমুরোড বাজারের ৮/১০ জনের একটি শক্তিশালী মাদক চোরাচালান চক্র দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। ওই চক্রটি ফেসবুকে ভালো ভালো পোষ্ট দিয়ে সাধারণ মানুষের সুনজরে থেকে গোপনে চালিয়ে যাচ্ছে মাদক ও সিএনজি চুরির ব্যবসা। ওই মাদক ব্যবসা নিয়ে গত আইনশৃঙ্খলা সভায় ব্যাপক আলোচনা হয় এবং মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি জোর দাবী জানান উপজেলা চেয়ারম্যান আবু তাহের। মাদক ব্যবসায়ীরা সীমান্তের গোপন পথ দিয়ে ইয়াবা, হুইস্কি, গাঁজা ও ফেনসিডিলসহ বিভিন্ন ধরণের মাদক এনে দেশের বিভিন্ন স্থানে পাচার করে থাকে।
স্থানীয়রা জানান, আমুরোড এলাকার প্রভাবশালী লোকজন এ ব্যবসায় জড়িত। ওই মাদক ব্যবসায়ীরা চেয়ারম্যান-মেম্বারদের বিভিন্ন অনুষ্টানে যায়। জন প্রতিনিধিদের সাথে ওদের সখ্যতাও চোখে পড়ার মতো। ওই ব্যবসায়ীরা বিভিন্ন সময় গরীব মানুষদের মাঝে বিভিন্ন ধরণের ত্রাণ সমাগ্রীও বিতরণ করে সাধারণ মানুষের সুনজরে থাকার অপচেষ্টা চালায়। নাম প্রকাশ না করার শর্তে এক স্কুল শিক্ষক জানান, ওই ব্যবসায়ীরা শুধু মাদকের বড় বড় চালান দেয় এমন নয়। এরা স্থানীয় কিশোরদের মাঝে ওই মাদক বিক্রি করে যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। চুনারুঘাট থানার ওসি নির্মলেন্দু চক্রবর্র্তী বলেন, মাদক ব্যবসার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।