Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় সিদ্ধান্ত ॥ ঈদের পবিত্রতা নষ্টকারীদের কঠোর হস্তে দমন করা হবে

বানিয়াচং প্রতিনিধি ॥ পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে বানিয়াচংয়ে আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে ইউএনও’র কার্যালয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ইউএনও সন্দ্বীপ কুমার সিনহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন এসিল্যান্ড নূরে আলম, ওসি অমূল্য কুমার চৌধুরী, ১নং বানিয়াচং উত্তর-পূর্ব ইউপি’র চেয়ারম্যান গিয়াস উদ্দিন, ৩নং বানিয়াচং দক্ষিণ-পূর্ব ইউপি’র চেয়ারম্যন হাবিবুর রহমান, ৪নং বানিয়াচং দক্ষিণ-পশ্চিম ইউপি’র চেয়ারম্যান রেখাছ মিয়া, বানিয়াচং সিনিয়র মাদ্রাসার উপাধ্যক্ষ ও হবিগঞ্জ জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি আতাউর রহমান, বিএসডি মহিলা মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মোবাশ্বির আহমেদ, মাওলানা বশির আহমেদ, বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা সন্ত্রাস এবং জঙ্গীবাদ প্রতিরোধ কমিটির সদস্য ইমদাদুল হোসেন খান, বানিয়াচং উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাহিবুর রহমান, দৈনিক যুগান্তর’র বানিয়াচং উপজেলা প্রতিনিধি তোফায়েল রেজা সোহেল প্রমুখ। সভায় ঈদের পবিত্রতা নষ্টকারীদের কঠোর হস্তে দমনের হুশিয়ারী উচ্চারণ করে নেয়া সিদ্ধান্তসমূহ হচ্ছে ঈদের জামায়াতে যাতে জঙ্গীগোষ্ঠী কোন ধরণের অঘটন ঘটাতে না পারে সেজন্য ঈদগাহে জায়নামাজ ব্যতীত ব্যাগ বা অন্য কিছু নিয়ে প্রবেশ করা যাবেনা, পরিবেশ দুষণ রোধে কুরবানির পশুর বর্জ্য মাটিতে পুতে ফেলতে হবে, ঈদকে কেন্দ্র করে গোষ্ঠীগত প্রভাব বিস্তার বা গ্রাম্য দাঙ্গাসহ কোন ধরণের দাঙ্গা-হাঙ্গামা যাতে না ঘটে এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান-মেম্বার এবং সংশ্লিষ্টদের বিশেষ ভূমিকা রাখতে হবে, ঈদকে কেন্দ্র করে রাস্তাঘাটে বেপরোয়া গতিতে মোটর সাইকেল বা গাড়ি চালিয়ে উচ্চস্বরে গান বা বাদ্যযন্ত্র বাজানো যাবেনা, মোটর সাইকেলে দুইজনের অধিক আরোহী থাকতে পারবেনা, আইনশৃঙ্খলা রক্ষায় এবং ঈদের পবিত্রতা রক্ষায় স্থানীয় ক্যাবল নেটওয়ার্কে প্রশাসনের বিশেষ বিজ্ঞপ্তি প্রচার করতে হবে।