Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে গরু চুরি ঠেকাতে গ্রামে গ্রামে পাহারা

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ কুরবানির ঈদ সামনে রেখে নবীগঞ্জে গরু চুরি বেড়ে গেছে। গত দুই সপ্তাহে ১০/১৫টি গরু চুরির খবর পাওয়া গেছে। এছাড়াও ডাকাতি-ছিনতাই সহ বিভিন্ন বাজার-বাড়িতে চুরি সংঘঠিত হয়েছে। ফলে নিরুপায় হয়ে চুরি ঠেকাতে গ্রামে গ্রামে পাহারা দেয়া হচ্ছে ।
এলাকাবাসী জানান, ঢাকা-সিলেট মহাসড়কের আশেপাশে রাতভর গাড়ি যাতায়াত করে এমন পথে পিকআপ নিয়ে অপেক্ষায় থাকে চোরেরা। সুযোগ বুঝে চুরি করা গরু গাড়িযোগে নিয়ে পালিয়ে যায়। এসব সড়কে প্রকৃত ব্যবসায়ীরাও গরু নেয়, তাই চুরির বিষয়টি এলাকাবাসী বুঝে ওঠার আগেই স্থান ত্যাগ করে চোরেরা। ফলে কোনভাবে ঠেকানো যাচ্ছে না চুরি। অনেক সময় দিনের বেলাতেও চুরি যাচ্ছে গরু। এছাড়াও প্রায় প্রতিদিন উপজেলার কোনো না কোনো স্থানে চুরি হচ্ছে। এ পর্যন্ত দিনারপুর পাহাড়ি এলাকাসহ কয়েকটি চুরি, ছিনতাই ও ডাকাতি সংঘঠিত হয়েছে। গত দুই সপ্তাহে আউশকান্দি বাজারে এক ফার্মেসী, পানিউমদা বাজারে এস আর ইলেট্রনিক্স দুঃসাহসিক চুরি হয়। এছাড়া গত এক সপ্তাহে বড়চর গ্রামে আমেরিকা প্রবাসির বাড়িতে ডাকাতি ও মহাসড়কের নতুন বাজারের নিকটে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।