Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে ত্রিপল মার্ডার ॥ আদালতে আসামীদের বাড়িঘরে হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে বীরসিংহপাড়া গ্রামে ত্রিপল মার্ডার ঘটনার পর আসামীদের বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হবিগঞ্জ আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। খুনের ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানকারী শাহ আলম ওরফে তাহের উদ্দিনের মা আজব চাঁন বাদী হয়ে গত বৃহস্পতিবার এ মামলাটি দায়ের করেছেন। মামলায় নিহত শিমুলের পিতা আব্দুল আলিমকে প্রধান আসামী করে ১৪জনকে অভিযুক্ত করা হয়েছে।
আজব চাঁন অভিযোগে উল্লেখ করেন, ২৩ আগষ্ট সন্ধ্যায় তার পুত্রবধূ জাহানারা বেগম জানু, নাতনি শারমিন আক্তার ও প্রতিবেশি শিমুল মিয়া খুন হওয়ার পর উত্তেজনাকর পরিবেশের সৃষ্টি হয়। রাত ১০টার দিকে নিহত শিমুলের পিতা আব্দুল আলিম এর নেতৃত্বে নিহত জাহানারার পিতা আবুশ্যামা, নিহত শারমিন আক্তারের স্বামী নৌ সেনা কামাল হোসেন ও মামলার বাদী কালন মিয়াসহ সকল আসামিরা মিলিত হয়ে তাদের বাড়ি-ঘরে ভাংচুর সহ নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ৭ লক্ষ ৫০ হাজার টাকা ক্ষতি সাধন করে।
এদিকে আজব চানের এ মামলায় এলাকায় বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বাসিন্দারা জানান, যেখানে পুলিশ ছিল সেখানে এমন ঘটনা ঘটে কখন। দায়িত্বে থাকা মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মফিজুল ইসলাম জানান, রাতে এমন কোন ঘটনা আমাদের নজরে আসেনি। আজব চানের অভিযোগে মানিত সাক্ষি ইউপি সদস্য সাহাবউদ্দিন বাহার জানান, এ বিষয়ে তাঁর কোন কিছু জনা নেই।
উল্লেখ্য যে, গত ২৩ আগষ্ট সন্ধ্যায় উপজেলার বীরসিংহপাড়া গ্রামে প্রবাসী গিয়াস উদ্দিনের স্ত্রী জাহানারা বেগম, মেয়ে শারমিন ও প্রতিবেশি শিমুলকে নৃশংসভাবে খুন খুন করা হয়। স্থানীয় জনতা এ এসব হত্যাকাণ্ডে জড়িত তাহেরকে আটক করে পুলিশে সোপর্দ করে। আদালতে সে হত্যাকাণ্ডের স্বীকারোক্তি প্রদান করে।
এ৩টি হত্যাকাণ্ডে পৃথক ৪টি অভিযোগ দায়ের করা হয়। মামলাটি বর্তমানে ডিভি পুলিশ তদন্ত করছে।