Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে যৌন হয়নারীর দায়ে স্বাস্থ্যকর্মীর ৬ মাসের কারাদণ্ড

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে স্কুলছাত্রীকে যৌন হয়রানীর দায়ে কমিউিনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীকে ৬মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দণ্ডিত স্বাস্থ্যকর্মীর নাম সজল চক্রবর্তী। তিনি বাউসা গ্রামের শ্যামল চক্রবর্তীর পুত্র এবং বাউসা উপস্বাস্থ্য কেন্দ্রের সহকারী হিসেবে কর্মরত। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বাউসা প্রাইমারী স্কুলে বয়ো:সন্ধিকাল টিকাদান ক্যাম্প শুরু হয়। এ টিকা নেয়ার জন্য বাউসা গ্রামের ৭ম শ্রেণির জনৈক ছাত্রী ক্যাম্পে যান। এ সময় টিকাদানকারী স্বাস্থ্য সহকারী সজল চক্রবর্তী ওই স্কুল ছাত্রীকে কৌশলে বসিয়ে রেখে অন্যান্যদেরকে টিকা দিয়ে বিদায় করে দেয়। সর্বশেষে ছাত্রীকে টিকাদানকালে সজল চক্রবর্তী তাকে যৌন হয়রানী করে। সজলের এমন আচরণে ছাত্রীটি টিকা না নিয়ে কেঁেদ কেঁেদ বাড়ী ফিরে গিয়ে তার পরিবারকে বিষয়টি অবহিত করে। বিষয়টি মূহুর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক বিক্ষুুব্ধ জনতা ঘটনাস্থলে গিয়ে সজল চক্রবর্তীকে বিদ্যালয়ে আটকে রাখে। পরে খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রিট তাজিনা সারোয়ার একদল পুলিশ নিয়ে বিদ্যালয়ে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত বসান। ভ্রাম্যমান আদালত এ সময় যৌন হয়রানীর শিকার স্কুলছাত্রী এবং ঘটনার প্রত্যক্ষদর্শীর স্বাক্ষিগণের জবানবন্দি গ্রহণ করেন। বিজ্ঞ আদালত অভিযুক্ত সজলকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিলে তিনি অপকর্মের ব্যাপারে স্বীকার করেন। ফলে সজল চক্রবর্তীকে দঃবিঃ ৫০৯ ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান ভ্রাম্যমান আদালতের বিচারক। পরে তাকে থানা হাজতে নিয়ে আসে পুলিশ। বিক্ষুব্ধ এলাকাবাসী জানান, সজল চক্রবর্তী বাউসা উপস্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য সহকারী পদে যোগদানের পর থেকেই তার বিরুদ্ধে যৌন হয়রানীসহ নানা অভিযোগ উঠে। অনেকে লোক লজ্জার ভয়ে মুখ খুলেননি। গ্রামবাসী সজল চক্রবর্তীকে চাকুরী থেকে বরখাস্তের দাবী জানিয়েছেন।