Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরামের ঈদ খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরাম এর উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার শহরের আরডি হল প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি শেখ সুলতান মোঃ কাউছারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তরফদার মোঃ জাকারিয়া রুবেলের পরিচালনায় সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাইফুল ইসলাম ও গীতা পাঠ করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সজীব চন্দ্র গোপ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক এম কাউছার আহমেদ।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ প্রশাসক ও বিএমএ এবং স্বাচিপের সভাপতি ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দিলীপ দাস, হবিগঞ্জ ব্যাংকার্স এসোসিয়েশনের সভাপতি তাজুল ইসলাম, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও দৈনিক এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক খোয়াই সম্পাদক আলহাজ্ব শামীম আহসান, হারুনুর রশিদ চৌধুরী, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সায়েদুজ্জামান জাহির, দি ল্যাব এইড হাসপাতালের চেয়ারম্যান মশিউর রহমান শামীম, সমাজ সেবক লন্ডন প্রবাসী গিয়াস উদ্দিন, হবিগঞ্জ রোটারী ক্লাবের প্রেসিডেন্ট বাদল রায়, সেক্রেটারী এস এম মহসিন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী আহমেদ কবির আজাদ, মহিবুল ইসলাম শাহীন, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাকিল চৌধুরী, ডাঃ বিশ্বজিত আচার্য্য, আব্দুল মোচ্ছাব্বির রনু, দৈনিক বিজয়ের প্রতিধ্বনির ভারপ্রাপ্ত সম্পাদক আনিসুজ্জামান চৌধুরী রতন।
উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি রিয়াজ আহমেদ পিয়াস, উজ্জল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক বিদ্যুৎ শাহী আলম, সাংগঠনিক সম্পাদক সামছুজ্জামান, আব্দুস সালাম, প্রচার সম্পাদক শেখ আবু মোঃ ফয়সাল, সহ-দপ্তর সম্পাদক মহিবুর রহমান শাহীন, অর্থ সম্পাদক বিশ্বজিত রায়, শিক্ষা বিষয়ক সম্পাদক অনিক রঞ্জন দাস, আব্দুল বাতির সেলিম, মুবিন, প্রিন্স, রউফ, সাজু, সাদিক, ফাতিন, সাইফুল, রাকিব, আমিনুল, সানি, মাহি, রুহেল প্রমূখ। আলোচনা সভা শেষে অর্ধশতাধিক অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ।
সভায় বক্তারা, সংগঠনের বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে সার্বিক সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন।