Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচং উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত উপজেলা ঘোষণার অঙ্গীকার করা হয়েছে। অভিভাবক, জনপ্রতিনিধি, ম্যারেজ রেজিস্ট্রার, পুরোহিত, শিক্ষক, ইমাম, সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা ও ছাত্রছাত্রীরা এ অঙ্গীকার করেন। বৃহস্পতিবার সকালে পরিষদ কমপ্লেক্স মাঠে স্থানীয় প্রশাসন বাল্যবিয়ে মুক্ত ঘোষণার আয়োজন করে। ইউএনও সন্দ্বীপ কুমার সিংহের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে দেন হবিগঞ্জ-২ আসনের এমপি এডঃ আবদুল মজিদ খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বশির আহমদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এমরান হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আমির হুসেন মাষ্টার, সেক্রেটারি ইকবাল হুসেন খান, ভাইস চেয়ারম্যান তানিয়া খানম, ইকবাল বাহার খান। বক্তব্যে রাখেন, অধ্যক্ষ সাফিউজ্জামান খান, আবদাল হুসেন খান, মুফতি আতাউর রহমান, শিক্ষক বিপুল ভূষণ রায়, ইউপি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান, রেখাছ মিয়া, কাজল চ্যাটার্জি প্রমূখ। কোরআন তেলাওয়াত করেন সাইদুর রহমান ও গীতা পাঠ করেন ভানু চন্দ্র চন্দ।