Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শ্রীমঙ্গলে পাচারকারীদের হাত থেকে বিজিবির অভিযানে হরিণ উদ্ধার

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর সংরক্ষিত এলাকার একটি হরিণ পাচারকারীদের কাছ থেকে উদ্ধার করেছে ৪৬ বিজিবির জোয়ানরা।
বুধবার দুপুর দেড়টায় শ্রীমঙ্গলস্থ ৪৬ বিজিবির সদর দপ্তরে ৪৬ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মাহমুদ জানান। বুধবার সকাল ৬টায় বিজিবি কাঠালতলী বিওপি থেকে দেড় কিলোমিটার দুরে ইসমাইল মিয়ার বাড়ির পাশে এক দল দুর্বৃত্ত একটি হরিণ ধরে এনে জবাই করার প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে কাঠালতলী বিওপি কমান্ডার মোঃ মালেক ও হাবিলদার বায়রন দ্রুত অভিযান চালিয়ে সেখান থেকে আহতবস্থায় একটি মাদি হরিণ উদ্ধার করে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারীরা পালিয়ে যায়। হরিণটির গলায় এবং পায়ে বেশ আঘাতের চিহ্ন থাকায় হরিণটির সেবাযতেœর জন্য শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব এর হাতে তুলে দেন।
তিনি জানান, পাশবর্তী আদমপুর সংরক্ষিত বন থেকে হরিণটিকে ধরে আনে শিকারীরা। পরে এক প্রেস ব্রিফিং করে বিজিবি। এ সময় উপস্থিত ছিলেন সুবেদার মেজর আব্দুল আলিম, বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সঞ্জিত দেব, বিকুল চক্রবর্তী, ইমন দেব চৌধুরী ও কাউছার আহমেদ রিয়ন।
সিতেশ রঞ্জন দেব জানান, হরিণটি সুস্থ হলে বিজিবি ও বন বিভাগের উপস্থিতিতে পূনরায় বনে অবমুক্ত করা হবে।