Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মোবাইল ফোনে কল রিসিভ করলেই অজ্ঞান শুধুই গুজব

স্টাফ রিপোর্টার ॥ মোবাইল ফোনে কল রিসিভ করলেই অজ্ঞান হয়ে যাওয়ার গুজবে ভাসবে সারাজেলা। গতকাল বুধবার বিকেলে লাখাই উপজেলার বিভিন্ন গ্রামের বেশ কয়েকজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এমন খবর সদর থানার ওসির নিকট পৌছলে তাৎক্ষনিক এসআই সুমন চন্দ্র হাজরার নেতৃত্বে একদল পুলিশ ও সাংবাদিকরা হাসপাতালে ছুটে যান। প্রতিটি ওয়ার্ডে খোজ করে এমন হয়েছে একজন রোগীও পাওয়া যায়নি। তবে কয়েকজন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে সদর হাসপাতালে ভর্তি হন। এ ছাড়া গত মঙ্গলবার লাখাই উপজেলার বুল্লা বাজারের পলাশ মিয়া নামের এক যুবক ফোন রিসিভ করে অজ্ঞান হয়ে যায়। এ গুজবে সারা লাখাই চাওর হয়। মানুষ হৈ হুল্লোর শুরু করে। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে ডাক্তার দেবাশীষ দাস জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে সে অজ্ঞান হয়ে গেছে। তাকে সিলেট রেফার্ড করা হয়। গতকাল বুধবার বিকেলে পুলিশ ও সাংবাদিক পরিদর্শনকালে ডাক্তার গোলাম শাহরিয়া জানান, এগুলো গুজব। ফোন রিসিভ করে কেউ অজ্ঞান হয় এটি হাস্যকর ছাড়া কিছু নয়। এরকম রোগী আমি পাইনি।