Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে ৪ শিশু হত্যা মামলার চার্জ গঠন

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে আলোচিত ৪ শিশু হত্যা মামলায় ৮ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আতাব উল্লাহ মামলার চার্জ গঠন করেন। ৮ আসামির মধ্যে পাঁচজন কারাগারে ও তিনজন পলাতক রয়েছে। পলাতক আসামিরা হলেন-উস্তার মিয়া, বেলাল মিয়া ও বাবুল মিয়া। নারী ও শিশু আদালতের সরকারি কৌসুলী (পিপি) আবুল হাসেম মোল্লা মাসুম জানান, শুনানির সময় আব্দুল আলী বাগাল, তার ছেলে রুবেল মিয়া ও জুয়েল মিয়া, আরজু মিয়া ও সাহেদ আলী ওরফে সায়েদ আদালতে উপস্থিত ছিলেন। আগামী ২৬ সেপ্টেম্বর মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রসঙ্গত, গত ১২ ফেব্র“য়ারি বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের ওয়াহিদ মিয়ার পুত্র জাকারিয়া আহমেদ শুভ (৮), তার চাচাত ভাই আব্দুল আজিজের পুত্র তাজেল মিয়া (১০) ও আবদাল মিয়ার পুত্র মনির মিয়া (৭) এবং তাদের প্রতিবেশী আব্দুল কাদিরের পুত্র ইসমাঈল হোসেন (১০) নিখোঁজ হয়। পরদিন ওয়াহিদ মিয়া বাহুবল মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। ১৬ ফেব্র“য়ারি বাহুবল মডেল থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে অপহরণ মামলা করা হয়। ১৭ ফেব্র“য়ারি সুন্দ্রাটিকি গ্রামের কাজল মিয়া নদীর পাশে মাটি কাটতে গিয়ে বালিচাপা অবস্থায় ৪ শিশুর লাশ দেখতে পান। পরে লাশ উত্তোলন করে ময়নাতদন্ত শেষে ওই দিন রাতে দাফন করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে আব্দুল আলী বাঘাল, তার দুই ছেলে জুয়েল ও রুবেল, একই গ্রামের আজিজুর রহমান আরজু, শাহেদ আলী, সালেহ এবং বশিরসহ আরও কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ।