Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে পুরুষশূন্য ১২ গ্রাম

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে দুই ঠিকাদারী গ্র“পের বিরোধকে কেন্দ্র করে দুই পরগনাবাসীর সংঘর্ষের ঘটনায় গ্রেফতার আতঙ্কে পুরুষশূন্য হয়ে পড়েছে তিনটি ইউনিয়নের ১২টি গ্রামের লোকজন। পুরুষশুণ্য গ্রামগুলোর কয়েকশত পরিবারে নেই কোন ঈদ উৎসবের প্রস্তুতি। ক্রেতাহীন বাজারে লোকসানের হিসাব গুনছে ব্যবসায়ীরা। গত ৪সেপ্টেম্বর উপজেলার নতুন বাজারে ওমেরা কোম্পানীর পুরাতন সিলিন্ডার ক্রয় নিয়ে দুই ঠিকাদারী গ্র“পের মধ্যে বিরোধ সৃষ্টি হলে চারওগাঁও পরগনা বনাম আট গ্রাম (জয়পুর) পরগনার লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত মিরপুর বাজারে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘণ্টাব্যাপী স্থায়ী সংঘর্ষে পুলিশসহ শতাধিক লোকজন আহত হয়। সংঘর্ষে ২০টি দোকানপাঠ ভাংচুর ও লোটপাঠের ঘটনা ঘটে। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার রাসেলুর রহমান এর নেতৃত্বে একদল দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩৬৭ রাউন্ড রাবার বুলেট ও ১৮ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় পুলিশসহ শতাধিক লোকজন আহত হয়।
এ ঘটনায় গত সোমবার বিকালে বাহুবল মডেল থানার এসআই দেলোয়ার হোসেন বাদী হয়ে রাজনৈতিক ও ব্যবসায়ী নেতাসহ ৬০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত সাড়ে তিনশত থেকে ৪শ জনকে আসামী করে মামলা দায়ের করেন।
এদিকে এ ঘটনা পর মিরপুর, ভাদেশ্বর ও লামাতাশী ইউনিয়নের ১২ গ্রামে পুলিশ ব্লক রেইড অভিযান চালিয়ে এ পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করেছে। আর এই অভিযান থেকে রেহাই পেতে ১২ গ্রামের কয়েকশত নিরীহ পুরুষ গ্রাম ছাড়া রয়েছে।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত বিশ্বজিৎ দেব জানান, বুধবার দুপুরে আয়াত আলী সহ বিকেল ৫টা পর্যন্ত ৯ দাঙ্গাবাজকে গ্রেফতার করা হয়। আমাদের টিম আছে গ্রেফতার অভিযান চলবে বলেও জানান তিনি।