Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

পইলে যুবকের বিরুদ্ধে নারী পাচারের অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বারাপইত গ্রামে সুহেল মিয়া নামের এক ব্যক্তির বিরুদ্ধে নারী পাচারের অভিযোগ উঠেছে। সে নারীদেরকে বিভিন্ন প্রলোভন দিয়ে মধ্যপ্রাচ্যে পাচার করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এ ব্যাপারে সদর উপজেলার পশ্চিম ভাদৈ গ্রামের সমসু মিয়া সদর থানায় অভিযোগ দিয়েছেন। অভিযোগ সুত্রে জানা যায়, ওই গ্রামের মানিক মিয়ার পুত্র সুহেল মিয়া গত ১ বছর ধরে জেলার বিভিন্নস্থান থেকে নারীদেরকে ওমান, সৌদি আরব, মালয়েশিয়া ও দুবাইসহ বিভিন্ন দেশে লোভনীয় চাকুরীর প্রলোভন দিয়ে পাচার করছে। সেখানে গিয়ে নারীরা দালালদের খপ্পরে পড়ে নারীরা অসামাজিক কাজ করতে বাধ্য হচ্ছে। দালালদের কথামতো না চললে নারীদের উপর নির্যাতনসহ নিপীড়ন চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
সম্প্রতি বারাপইত গ্রামের নুর মিয়ার কন্যা সুবর্না আক্তার (২০) কে চাকুরী দেয়ার কথা বলে ওমানে পাঠায়। সেখানে গিয়ে সুবর্না দালালের খপ্পরে পড়ে। সে কোথায় আছে জানতে পারছে না তার পরিবার। শুধু সুবর্নাই নয়, একই গ্রামের সমসু মিয়ার স্ত্রী জরিনা আক্তারকেও একই কায়দায় ওই দালাল দুবাই পাঠায়। তারও কোন খবর পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে জরিনার স্বামী সমসু মিয়া বাদি হয়ে দালাল সুহেল মিয়া, সমুজ আলীসহ বেশ কয়েকজনকে আসামী করে অভিযোগ দায়ের করেন।
স্থানীয়রা জানান, সুহেল গত এক বছরে শুন্য থেকে কোটিপতি হয়ে গেছে। এ ব্যাপারে সদর থানার এএসআই নাজমুল হাসান জানান, অভিযোগ তদন্ত করে সত্যতা পেয়েছি। সুহেল ও তার সাঙ্গপাঙ্গদের ধরতে অভিযান অব্যাহত আছে।