Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আলমাবাজারে আটক ১৫ জুয়াড়িকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিলেন ভ্রাম্যমান আদালত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর আলমবাজার থেকে আটক ১৫ জুয়াড়ির ৬ জনকে ১ মাস করে ও ৯ জনকে ১০ দিন করে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার দুপুর আড়াইটার দিকে হবিগঞ্জ সদর থানা পুলিশ আটক জুয়াড়িদের ভ্রাম্যমান আদালতের বিচারক হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের আদালতে হাজির করা হলে আদালত এ দণ্ডাদেশ প্রদান করেন। এর আগে রবিবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ সদর থানার ওসি মোঃ ইয়াসিনুল হকের নেতৃত্বে এসআই লুৎফুর রহমান, মিজানুর রহমান, সানা উল্লা, রকিবুল ইসলাম, পার্থ রঞ্জন চক্রবর্তী ও সুমন হাজরা এবং এএসআই নাজমুলসহ একদল পুলিশ ওই বাজারে অভিযান চালিয়ে ১৫ জুয়াড়ীকে আটক করে। আটক জুয়াড়িরা হল, বানিয়াচং উপজেলার নয়া পাথারিয়া গ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র রেনু মিয়া (৪০), একই গ্রামের দানিশ মিয়ার পুত্র ধন মিয়া (৩৫), আনোয়ারপুর গ্রামের মৃত আঞ্জব আলীর পুত্র এসএম ইউসুফ (৪৮), পুরান পাথারিয়ার মৃত তোতা মিয়ার পুত্র সামছু মিয়া (৩০), নতুন পাথারিয়ার আব্দুর রশিদের পুত্র ওয়াহিদ মিয়া (২৫), কুশিয়ারতলা গ্রামের ফিরোজ আলীর পুত্র আলম মিয়া (২৫), নয়া পাথারিয়া গ্রামের মৃত আহাদ মিয়ার পুত্র আবুল খায়ের (৩০), কুর্শা খাগাউড়া গ্রামের মতলিব খানের পুত্র জিয়াউল খান (৩৫), নতুন পাথারিয়া গ্রামের আরাফাত আলীর পুত্র শামীম (২৫), একই গ্রামের আব্দুর রহমানের পুত্র ধলাই মিয়া (৩৫), পুরান পাথারিয়া গ্রামের মৃত হরমুজ আলীর পুত্র সমুজ আলী (৩০), একই গ্রামের জলফু মিয়ার পুত্র সাদ্দাম (৩৫), নয়া পাথারিয়া গ্রামের ইউসুফ আলীর পুত্র আরজু মিয়া (৫৫), একই এলাকার মৃত সিপাই মিয়ার পুত্র নুর ইসলাম (৪০) ও ফকির চাঁনের পুত্র দরছ মিয়া (৩০)। এর মাঝে সমুজ আলী, রেনু মিয়া, ধন মিয়া, এসএম ইউসুফ, ওয়াহিদ, মোঃ আলম ও ধলাই মিয়াকে ১ মাস ও দরছ মিয়া, নুর ইসলাম, আরজু মিয়া, সাদ্দাম মিয়া, সাদ্দাম, সামছু মিয়া, আবুল খায়ের, জিয়াউল খান, শামীম মিয়াকে ১০ দিন করে কারাদণ্ড দেয়া হয়।