Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লাখাইয়ে ভাতার কার্ড ও অর্থ বিতরণকালে-এমপি আবু জাহির ॥ সরকার অস্বচ্ছল মানুষের জন্য নানা উদ্যোগ বাস্তবায়ন করছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার সাড়ে ৬ শতাধিক অস্বচ্ছল ব্যক্তিকে বিভিন্ন ভাতার কার্ড ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। গতকাল সকালে উপজেলা পরিষদ হল রুমে প্রধান অতিথি থেকে এই ভাতা তুলে দেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির। এসব ভাতার মধ্যে রয়েছে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা এবং প্রতিবন্ধীদের মাঝে কার্ড ও ভাতা বিতরণ।
লাখাই উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল ১০২ জন বিধাবা নারীর মধ্যে মাসে ৪০০ টাকা হারে এক বছরের ৪৮০০ টাকা করে বিধবা ভাতা, ২৮০ জনের মধ্যে মাসে ৪০০ টাকা হারে এক বছরের ৪৮০০ করে এবং ২২৫ প্রতিবন্ধীর মাঝে মাসে ৫০০ টাকা হারে এক বছরের ৬ হাজার টাকা বিতরণ করেন সংসদ সদস্য এডঃ মোঃ আবু জাহির।
ভাতা বিতরণকালে সংসদ সদস্য বলেন, সরকার সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় দেশের অস্বচ্ছল মানুষের জন্য নানা উদ্যোগ বাস্তবায়ন করছে। এতে করে সমাজের দরিদ্র জনগণ এখন তিনবেলা পেট ভরে ভাত খেতে পারছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে শীঘ্রই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হবে ইনশাল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লাখাই উপজেলা পরিষদ চেয়ারম্যান এডঃ মুশফিউল আলম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর হোসাইন, হবিগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মোঃ হাবিবুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুর্শেদ কামাল চৌধুরী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন্নেছা বেগম।