Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শচীন্দ্র কলেজে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ শচীন্দ্র কলেজে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী এক আলোচনা সভা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ এসকে ফরাস উদ্দিন আহমেদ শরীফীর সভাপতিত্বে ও প্রভাষক লতিফ হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আব্দুল মজিদ খান এম.পি। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন শচীন্দ্র কলেজের প্রতিষ্ঠাতা শচীন্দ্র লাল সরকার, দাতা সদস্য সাবেক চেয়ারম্যান শরীফ উল্লাহ, গভর্নিং বডির সদস্য সাবেক চেয়ারম্যান সজিব আলী, খাগাউড়া ইউনিয়নের চেয়ারম্যান শাহ শওকত আরেফিন সেলিম, পুকড়া ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন, সুবিদপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, মকরমপুর ইউনিয়নের চেয়ারম্যান আহাদ মিয়া, জেলা ইমাম সমিতির সভাপতি মাওঃ আতাউর রহমান, কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওঃ মুফতি আব্দুল মজিদ, এডঃ আব্দুল হামিদ, আবুল ফজল চৌধুরী, এডঃ আব্দুল জলিল, আব্দাল হোসেন তরফদার, শেখ আজিজুল হক, কাশেম বিল্লাহ নোমান, আব্দুল মোছাব্বির তালুকদার, রাখাল দাস প্রমুখ। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম হারুন। পবিত্র কুরআন তেলাওয়াত করেন ইমাম মাওঃ মুখলেছুর রহমান চৌধুরী ও গীতা পাঠ করেন মানিক চন্দ্র ভট্টাচার্য্য। স্বাগত বক্তব্য রাখেন সভা পরিচালনা কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক প্রবীন্দ্র সমাজপতি।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মজিদ খান শিক্ষার্থীর উদ্দেশ্যে বলেন, “জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদকে ঘৃণা কর এবং পড়ালেখা করে প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠ।”