Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মিরপুরে বাউল গানের আড়ালে চলে মাদকের রমরমা ব্যবসা

ষ্টাফ রিপোটার ॥ বাহুবলের চন্দ্রচরি মাজারে গানের আসরকে কেন্দ্র করে চলছে অসামাজিক কার্যকলাপ। এ নিয়ে সাধারণ মানুষের মাঝে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। প্রকাশ, বাহুবল উপজেলার মিরপুরের অদুরে শাহ অছি উল্লার মাজার প্রাঙ্গনে প্রতি সোমাবার বসে বাউল গানের আসর। বাউল গানের আসরকে কেন্দ্র করে মদ-গাজার আসরও বসে। বসে জুয়ার আসরও। এতে গাজাসহ মাদক ব্যবসাও জমে উঠে। এতে মৌলভীবাজার, হবিগঞ্জ সহ বিভিন্ন স্থান থেকে ওই সব আসরে অংশ নিতে লোকজন জড়ো হয়। সরজমিনে গিয়ে দেখা যায়, ওই এলাকার কতেক বাসিন্দা সাপ্তাহিক ওই ওরসের আয়োজন করে। দেশে সম্প্রতি জঙ্গি বিরোধী কার্যক্রম প্রতিরোধে সারাদেশে মাজার গুলোতে কঠোর নজরধারী ও গান বাজনা বন্ধ করে দেয় প্রশাসন। এর অংশ হিসেবে চন্দ্রছড়িতে ২ সপ্তাহ গান বাজনা বন্ধ থাকার পর কর্তাদের ম্যানেজ করে পুনরায় গানের আসর শুরু হয়। সম্প্রতি এক বাউল শিল্পীকে নিয়ে এক যুবকের সাথে ৪/৫ যুবকের মারামারির ঘটনা ঘটে। পরে বাউল কল্যান ফেডারশনের সাংগঠনিক সম্পাদক ইদু শাহসহ কয়েকজনের হস্তক্ষেপে বিষয়টি সমধান হয়।
স্থানীয় বাসিন্দাদের দাবি প্রতি সোমবার তাদেরকে ঢোল ঢক্কির আওয়াজে রাতের ঘুম হারাম হয়ে যায়। রোগী কিংবা শিশুদের নিদের নিয়ে ওদিন যন্ত্রনা পোহাতে হয়। আয়োজক কমিটির লোক নের ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পায় না। এলাকাবাসী দাবি প্রশাসনের তড়িৎ হস্তক্ষেপে তারা এ যন্ত্রণা থেকে মুক্তি পাবে।