Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

কদুপুরে পল্লী বিদ্যুতের খুটির নীচে চাপা পড়ে বৃদ্ধের করুন মৃত্যু

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গ উপজেলার কদুপুর গ্রামের এক বৃদ্ধ পল্লী বিদ্যুতের খুটির নীচে চাঁপা পড়ে প্রাণ হারিয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল বিকালে বানিয়াচং উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের ইসলামগঞ্জ বাজার এলাকায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিদ্যুতের নতুন লাইন স্থাপনের জন্য ঠিকাদার শাহজাহান মিয়ার তত্ত্বাবধানে বক্তারপুর, কদুপুর, নোয়াগাও ও বেতকান্দি এলাকায় খুটি বসানোর কাজ চলে আসছিল। ঘটনার দিন বিকাল অনুমান ৪ ঘটিকার দিকে বিদ্যুতের খুটি ভ্যান গাড়ী থেকে নামানোর সময় পথযাত্রী কদুপুর গ্রামের হাজ্বাী নুর মোহাম্মদ এর ছেলে আঃ শহিদ (৬৫) এর উপরে পড়ে যায়। অনেক চেষ্টা করে তাকে খুটির নীচ থেকে উদ্ধার করা হলেও এর আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার মৃত্যুর খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে কদুপুর গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। এসময় উপস্থিত লোকজন এ করুন মৃত্যুর জন্য ঠিকাদারের নিয়োজিত লোকজনদের খামখেয়ালীপনাকেই দায়ী করেছেন। বিদ্যুতের এত বড় খুটিগুলো মাটিতে ফেলার আগে সাবধানতা অবলম্বন করা উচিত ছিল বলে তারা এ প্রতিনিধিকে জানান। এলাকাবাসী এ ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেছেন।