Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ফিলিপাইনে নাইট মার্কেটে বিস্ফোরণে নিহত ১০

এক্সরেপ্রস ডেক্স ॥ দক্ষিণ ফিলিপাইনের দাভাও শহরে এক নাইট মার্কেটে বিস্ফোরণে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও ৬০ জন। শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে দশটার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। – আল জাজিরা, স্পুটনিক নিউজ।
সিএনএন ফিলিপাইনের খবরে বলা হয়, কি ধরণের যন্ত্রের বিস্ফোরণ ঘটানো হয়েছে তা নির্দিষ্ট করা যায়নি। বিস্ফোরণের পেছনে কারণ কি তাও এখনও জানা যায়নি। দাভাও শহরে ফিলিপাইনের প্রেসিডেন্ট রুদ্রিগো দুতের্তের বাসা। বিস্ফোরণের সময় তিনি এ এলাকায় ছিলেন বলে জানা যায়। রুদ্রিগোর ছেলে শহরের ভাইস মেয়র পাওলো দুতের্তে রয়টার্সকে জানিয়েছেন, বিস্ফোরণের সময় তার বাবা শহরে ছিলেন। তবে তিনি নিরাপদ রয়েছেন। পুলিশ একে একটি উন্নত বিস্ফোরক যন্ত্র বলে সন্দেহ করছে। বিস্ফোরণের পেছনে কারণ কি সরকারিভাবে তা নিশ্চিত করা হয়নি। সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে ছুঁটে আসছে। ঘটনার পর মানুষজনকে বাসাবাড়িতে অবস্থান করার নির্দেশ দেয়া হয়েছে। এ এলাকার অতিরিক্ত বারগুলো বন্ধ করে দেয়া হয়েছে।
প্রেসিডেন্টের মুখপাত্র জানান, শুক্রবার দাভাও শহরের খোলা বাজারে এ হামলার ঘটনা ঘটেছে। রাজধানী ম্যানিলা থেকে ৯৬০ কিলোমিটার দক্ষিণে এর অবস্থান। আশপাশের মানুষ জানিয়েছেন বিস্ফোরণে বিকট শব্দ শোনা গিয়েছে।