Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

দেশে ফিরেই জঙ্গি বিরোধী মিছিলে রাজপথে আল্লামা তাফাজ্জুল হক

রেস বিজ্ঞপ্তি ॥ ইংল্যান্ড সফর শেষে আল্লামা তাফাজ্জুল হক জঙ্গি বিরোধী মিছিলের রাজপথে নেমেছেন। গত বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে দ্বীনি শিক্ষা বোর্ড হবিগঞ্জ-এর উদ্যোগে জামেয়া উমেদনগর মাদ্রাসা থেকে জঙ্গি বিরোধী মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে খোয়াইমুখ নুরুল হেরা জামে মসজিদ প্রাঙ্গণে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে শেষ হয়। এর আগে দুপুর ২টার দিকে উমেদনগর মাদ্রাসার মহাপরিচালক আল্লামা তাফাজ্জুল হক দেশ-বিদেশে ইসলামী শিক্ষা প্রসারে অবদান রাখায় তাঁকে গণসংবর্ধনা প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার শায়খে সানি আল্লামা আব্দুল কাইয়ুম। মাওলানা এখলাছুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার আ.স.ম শামসুর রহমান ভুঁইয়া, দ্বীনি শিক্ষা বোর্ড হবিগঞ্জ-এর মহাসচিব হাফেজ মাওলানা শামছুল হক সাদী, আল্লামা আব্দুর রব ইউসুফী, মাওলানা আব্দুল খালিক চলিতাতলী, জামেয়ার নায়েবে মুহতামিম হাফেজ মাওলানা মাসরুরুল হক, শিক্ষা সচিব মুফতী শাহ আব্দুল হক, শায়খ মাওলানা মুখলিছুর রহমান, মাওলানা রুহুল আমিন, মুফতী সিদ্দিকুর রহমান চৌধুরী, মাওলানা আইয়ূব বিন সিদ্দিক, মুফতী আব্দুল হান্নান ও মাওলানা নুরুল হুদা প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে প্রদত্ত বক্তব্যে আল্লামা তাফাজ্জুল হক বলেন, ইসলামের ইতিহাসে কোথায় সন্ত্রাস ও জঙ্গিবাদ নেই। বরং সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিহত করার ইতিহাসই ইসলামের ইতিহাস। দেশ-জাতি,ধর্ম ও মানবতার জন্য আমাদের আরো আন্তরিক হতে হবে। তিনি আরো বলেন, ইসলাম বিদ্বেষী শিক্ষানীতি বাতিল করে, ধর্মীয় শিক্ষা বাধ্যতামুলক করতে হবে।