Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা ॥ গণতন্ত্র পুনরুদ্ধার করাই হোক প্রতিষ্ঠা বার্ষিকীর অঙ্গিকার

স্টাফ রিপোর্টার ॥ র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বিএনপির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোঃ এনামুল হক সেলিম এর নেতৃত্বে শহরের আরডি হল প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় কোর্ট মসজিদের সামনে গিয়ে পথ সভায় মিলিত হয়। সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সংগঠনিক মোঃ আব্বস উদ্দিন, দপ্তর সম্পাদক মোহাম্মদ নাহিজ, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, চুনারুঘাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই, বাহুবল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর রহমান জুয়েল, জেলা যুবদল সাবেক সাংগঠনিক সম্পাদক শামছুল ইসলাম মতিন, জেলা বিএনপি নেতা ইমতিয়াজ আব্দুল্লাহ কয়েছ, জেলা ছাত্রদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুল, জেলা ওলামাদল সভাপতি ক্বারী কবির হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা কাসেম বিল্লাহ নোমান, জেলা স্বেচ্ছাসেবকদল যুগ্ম আহ্বায়ক এম এ মন্নান, এজাজ ঠাকুর চৌধুরী, সাইদুর রহমান, জেলা যুবদল নেতা আবুল কালাম আজাদ, এস এম মানিক, হাবিবুর রহমান হাবিব, খোকন সাহী ধনু, পৌর স্বেচ্ছাসেবকদল আহ্বায়ক মোঃ সাহাবুদ্দিন, এডভোকেট সামিউল আলম, লোকমান হোসেন, সমির আলী, জাহির আহমেদ সোহেল, পৌর বিএনপি নেতা ইকবাল হোসেন, কামাল আহমেদ, তারা মিয়া, লিটন সরকার, জেলা ছাত্রদল নেতা মঈনুল ইসলাম পারভেজ, জনি পারভেজ জনি, শেখ মিজান, এমদাদুল হক চৌধুরী লিটন, সদর উপজেলা স্বেচ্ছাসেবকদল যুগ্ম আহ্বায়ক মহিবুল ইসলাম সোহেল, আব্দুল মন্নান, সৈয়দ নিয়াজ উদ্দিন হারুন, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, কলেজ ছাত্রদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, মহিতুল হক সুজন, আব্দুল আলীম, কাউছার আহমেদ, এমদাদুল হক হিরু, পৌর ছাত্রদল যুগ্ম আহ্বায়ক সাইদুল হক রুবেল, সদর উপজেলা ছাত্রদল যুগ্ম আহ্বায়ক জুবায়ের আহমেদ, আমিনুল হক ফয়সল, সোহেল আহমেদ, সুমন মিয়া, জিল্লুর রহমান জিলু, রাজিব আহমেদ, হাবিব খান, শাহনুর রহমান আকাশ, শাহ মজনু, বিপ্লব, সৌরভ, সিহান আহমেদ, শেখ রাসেল, আনোয়ার হোসেন, আক্তার প্রমূখ। সভা শেষে বক্তাগণ বলেন, জনগণকে সাথে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করাই হোক প্রতিষ্ঠা বার্ষিকীর অঙ্গিকার। পরে কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।