Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আউশকান্দি কিবরিয়া চত্ত্বরে কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ও ঢাকা সিলেট মহাসড়কের আউশকান্দি কিবরিয়া চত্ত্বরে সার্কেল কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার দিকে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আউশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন, ইউপি সদস্য আব্দুল মুকিত, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সওয়ার শিকদার, প্রেসক্লাবের অর্থ সম্পাদক এম মুজিবুর রহমান, যুবলীগ নেতা এইচ আর হাবিব, শ্রমিক নেতা দিলসাদ মিয়া, সাংবাদিক সুলতান মাহমুদ, ছাত্রলীগ নেতা এম এ সবুর, সমুন আহমেদ, ফরহাদ আহমেদ প্রমূখ। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা আব্দুল হাদি জালালী, ক্বারী মাওলানা আঃ শহিদ, হাফেজ নজরুল ইসলাম, মোয়াজ্জিন ইসলাম উদ্দিন, ক্বারী বুলবুল আহমেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিরাজুল ইসলাম, ব্যবসায়ী রকি পারভেজ সহ বিভিন্ন শ্রেণী পেশার মুসল্লি গণ। উল্লেখ্য দক্ষতা হউক সবার শক্তি, বেকারত্ব থেকে পাবেন মুক্তি, এই শ্লোগানকে সামনে রেখে আউশকান্দি কিবরিয়া চত্ত্বরের রহমান সুপার মার্কেটের ২য় তলায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স বিভাগের সাবেক মেধাবী ছাত্র মোঃ সাইফুর রহমান খান ও ইংল্যান্ড প্রবাসী সমাজসেবক ইফতেখার আলম এর পরিচালনায় কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বিভিন্ন ধরনের বাস্তব ভিত্তিক কোর্সে প্রশিক্ষণ প্রদান করা হবে এবং প্র্রশিক্ষণ শেষে সার্টিফিকেট প্রদান করা হবে।