Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সাতবর্গ বাস টামিনালে গরুর হাট বসানোর উপর ॥ হাইকোটের ৩ মাসের নিষেধাজ্ঞা

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর গরুর বাজারের ৩শ গজের ভেতর ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ব্রাহ্মনবাড়ীয়া জেলার বিজয়নগর উপজেলার সাতবর্গ বাস টামিনাল ও এর আশ-পাশে গরুর হাট বসানোর উপর ৩ মাসের নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোট। বুধবার হাইকোটের বিজ্ঞ বিচারক ওবায়দুল হাসান ও কৃষ্ণা দেবনাথের দ্বৈথ ব্রাঞ্চ এ নিষেধাজ্ঞা জারি করে ব্রাহ্মনবাড়ীয়া জেলা প্রশাসক, আর ডি,সি ও বিজয়নগর উপজেলা নিবার্হী কর্মকর্তাকে এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য নিদের্শ প্রদান করেছেন।
জানা যায়, ২০১৪ সালে মাধবপুর উপজেলার প্রায় আড়াই কিলোমিটার দুরে ব্রাহ্মনবাড়ীয়া জেলার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের কাতাবাড়ী মৌজায় গরুর হাট বসানোর অনুমতি ও লীজ গ্রহন করেন কতিপয় ব্যক্তি। কিন্তু লীজ গ্রহীতারা নির্ধারিত স্থানে হাট না বসিয়ে মাধবপুর গরুর হাটকে ক্ষতিগ্রস্থ করার উদ্দেশ্যে প্রায় ৩শ গজ দুরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সাতকর্গ বাস টামিনালে হাট বসানোর উদ্যোগ নিলে ওই গরুর হাটের উপর নিষেধাজ্ঞা চেয়ে মাধবপুর বাজারের ব্যবসায়ী উসমান খাঁন হাটকোটে একটি রীট পিটিশন দায়ের করেন যার নং-১৮৪২১/২০১৪ইং। এবং হাইকোট ওই গরুর হাটের উপর নিষেধাজ্ঞা জারি করেন। চলতি বৎসরও কর্তৃপক্ষ কাতাবাড়ী গরুর হাট ইজারা দরপত্র আহবান করেন। যথারীতি লীজ গ্রহীতারা লীজ গ্রহন করে নির্ধারিত স্থানে হাট না বসিয়ে ওই স্থানে গরুর হাট বসানোর উদ্যোগ নিলে ওই রীট পিটিশনের পক্ষ হয়ে পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা এর উপর নিষেধাজ্ঞা চেয়ে হাইকোটে আবেদন করলেন। হাইকোটে দ্বৈথ ব্র্যাঞ্চ এ নিষেধাজ্ঞা জারি করেন। মামলাটি পরিচালনা করেন সুপ্রীম
কোর্টের আইনজীবি এডঃ আমিনুল ইসলাম।