Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বৃহত্তর সিলেটের তালিকাভুক্ত সন্ত্রাসী মোখলেছ গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ বৃহত্তর সিলেটের তালিকাভুক্ত সন্ত্রাসী আন্ডার ওয়ার্ল্ডের ডন মাষ্টার মোখলেছ অবশেষে হবিগঞ্জ সদর থানার পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। সে সদর উপজেলার বহুলা গ্রামের মৃত মোতালিব মেম্বারের পুত্র। গতকাল বৃহস্পতিবার রাত ১০টায় সদর থানার এসআই পার্থ রঞ্জন চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ ২নং পুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, মোখলেছুর রহমান ওরফে মোখলেছ বৃহত্তর সিলেটের হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার একজন তালিকাভূক্ত সন্ত্রাসী। সে চুরি ডাকাতি মাদক ব্যবসাসহ এমন কোন অপকর্ম নেই যে করে না। সম্প্রতি অলিপুর রেবের সাথে বন্দুক যুদ্ধে তার ডান পায়ে গুলি লেগে পঙ্গু হয়ে যায়। তার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের এক ডজন মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে। এতদিন সে আত্মগোপনে ছিল। গতকাল ওই সময় তার অসুস্থ্য মাকে চুপিসারে দেখতে এসেছিল। নবীগঞ্জে ইউনিয়ন পরিষদ অরিয়েন্টেশন অনুষ্ঠিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে মা-মনি এইচএস প্রকল্পের আওতায় ইউনিয়ন পরিষদ অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার কুুর্শি ইউনিয়ন অডিটোরিয়ামে দুপুর থেকে বিকাল পর্যন্ত ওই ট্রেনিং কর্মসূচি অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুসা। স্বাস্থ্য অধিদপ্তর, পরিবার পরিকল্পনা এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় এর সহযোগিতায় আয়োজিত অরিয়েন্টেশনে উপস্থিত ছিলেন, মামনি এইচএসএস প্রজেক্ট এফআইবিডিবির হবিগঞ্জ জেলার সমন্বয়ক নাজমা বেগম, ডাঃ নাছিমা আক্তার, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ফয়ছল আহমদ, টিও একরামুল কবির, ফিল্ড সাপোর্ট অফিসার মোঃ আব্দুল মুক্তাদির প্রমুখ। আয়োজিত অরিয়েন্টেশনে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনায় সেবার মান উন্নয়নে জনপ্রতিনিধি ও সুশীলসমাজের ভূমিকা এবং জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করণের বিভিন্ন করণীয় নিয়ে গণসচেতনতামূলক বিষয় নিয়ে আলোকপাত করা হয়। অরিয়েন্টেশনে কুর্শি ইউনিয়ন পরিষদের সকল সদস্য, সংরক্ষিত সদস্যবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশগ্রহণ করেন।