Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

রামপুর হামিদা খয়ের চৌধুরী-মাহমুদা খাতুন হাফিজিয়া এতিমখানার দস্তারবন্দী উপলক্ষে ওয়াজ ও দোয়া মহফিল

স্টাফ রিপোর্টার ॥ হামিদা খয়ের চৌধুরী-মাহমুদা খাতুন হাফিজিয়া এতিমখানার দস্তারবন্দী উপলক্ষে গতকাল দুপুরে রামপুর ঈদগা মাঠে ওয়াজ ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ্ব খয়ের উদ্দিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর -লাখাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির। প্রধান বক্তা ছিলেন চৌধুরীবাজার কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আব্দুল মজিদ পিরিজপুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদের সভাপতি আলহাজ্ব রইছ মিয়া, আলহাজ্ব এম এ মোতালিব, আলহাজ্ব আব্দুস সহিদ, আলহাজ্ব আব্দুর রউফ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম, রেডক্রিসেন্ট হবিগঞ্জ জেলা ইউনিটের সেক্রেটারি আতাউর রহমান সেলিম, প্রতিষ্ঠাতার বড় ছেলে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি লিডার ও হবিগঞ্জ ইউথ এসোসিয়েশন ইউকের সভাপতি মোঃ নুরউদ্দিন চৌধুরী বুলবুল, হবিগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি মোতাচ্ছিরুল ইসলাম, দি ল্যাব এইড হাসপাতালের চেয়ারম্যান মশিউর রহমান শামিম, এডঃ আব্দুল মোসাব্বির বকুল, এডঃ সুলতান মাহমুদ, তেঘরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনু মিয়া, হাজি সফর আলী, বজলুর রহমার, ফজলুর রহমান খান, সাংবাদিক হাফিজুর রহমান নিয়ন, সাংবাদিক আবু সালেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী শওকত, সাংবাদিক শরিফ চৌধুরী, সেবুল মিয়া, মোঃ আদম আলী, মফিজুর রহমান বাচ্চু, শেখ আব্দুল হান্নান, আব্দুল হান্নান ফরিদ, হাজি ইউনুস মিয়া, প্রতিষ্ঠাতার পুত্র যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি লিডার শামসুদ্দিন চৌধুরী ফয়সল, শেখ কামাল, বদরুল আলম, মইন উদ্দিন খান, রহমত উল্লাহ, আলহজ্ব ফরিদ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতিষ্ঠাতার পুত্র মইন উদ্দিন চৌধুরী সুমন। অনুষ্ঠানের শুরুতে ওয়াজ করেন মাওঃ দেলোয়ার হোসেন জিহাদি, মাওঃ তোফাজ্জুল হোসেন বেলালী, হাফেজ নুর উদ্দিন, হাফেজ আব্দুল খালেক। দস্থারবন্দী মাহফিলে মাদ্রাসার ছাত্র হাফেজ মোঃ ফরহাদ হোসেন, হাফেজ মিজানুর রহমান ও হাফেজ জুনাইদ আহমেদ হিফজ সম্পন্ন করায় তাদেরকে পাগড়ি পরিধান করান প্রধান অতিথি ও প্রধান বক্তা। অনুুষ্ঠানের শেষে দোয়া ও মিলাদ মাহফিল পরিচলনা করেন মাওঃ আব্দুল মজিদ পিরিজপুরি।