Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

দরিদ্র শিশু ক্যান্সার ফাউন্ডেশনের জেলা কমিটির অনুমোদন

প্রেস বিজ্ঞপ্তি ॥ দরিদ্য শিশু ক্যান্সার ফাউন্ডেশনের জেলা কমিটির অনুমোদন দেয়া হয়েছে। এ উপলক্ষে এক সভার আয়োজন করা হয়। গতকাল শুক্রবার বিকাল ৪টায় জেলা রেড ক্রিসেন্ট কার্যালয়ে সংগঠনের সভাপতি এমএম হাকিমে সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়জুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দরিদ্য শিশু ক্যান্সার ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এএম এমরান আহমেদ। প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্ঠা মন্ডলীর সদস্য একেএম শহীদুল্লাহ কায়সার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান শেখ জহুর আমিন, সুপ্রিম কোর্টের আইনজীবি সংগঠনের আইন বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল জলিল, সিনিয়র সহ-সভাপতি মোঃ লতিফ হোসেন। পরে এমএ হাকিমকে সভাপতি ও ফয়জুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হল ঃ সিনিয়র সহ-সভাপতি প্রভাষক আব্দুল লতিফ, বেনু মাধব রায়, শেখ আজিজুল হক, এডভোকেট দেলোয়ার হোসেন চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক ফজল মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক অসিত কুমার চৌধুরী, ডাঃ দিপংকর দেবনাথ চৌধুরী, মোঃ মিজানুর রহমান চৌধুরী, দপ্তর সম্পাদক সুব্রত কুমার চৌধুরী, অর্থ সম্পাদক শেখ নুর মোহাম্মদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলী হায়দার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক অপু আশ্চার্য্য, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ তপন দাশ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সাংবাদিক কামাল উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদিকা নাহিদা সুলতানা, সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা মমতাজ বেগম, শিক্ষা বিষয়ক সম্পাদক ছাত্রী শেখ ফাহমিদা আক্তার, শিক্ষা বিষয়ক সম্পাদক ছাত্র সাইদুর রহমান, তথ্য প্রযুক্তি ও গবেষণা বিষয়ক সম্পাদক সাংবাদিক এমএ আজিজ সেলিম, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট নুর মোহাম্মদ, ধর্ম বিষয়ক সম্পাদক হাকীম কাশেম বিল্লাহ নোমান, সহ ধর্ম বিষয়ক সম্পাদক রামেন্দ্র রায়, ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ মোস্তফা মিয়া, সদস্য কামাল আহমেদ, নুরুল ইসলাম, মহিউদ্দিন আহমেদ তালুকদার রকিব, সাংবাদিক জাকারিয়া চৌধুরী, সাংবাদিক একে কাওসার প্রমুখ।