Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জীবনের নিরাপত্তাহীনতায় আউশকান্দির আজমান

নবীগঞ্জ সংবাদদাতা ॥ কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার কুলাহানি গ্রামের মোঃ আব্দুল মালেকের পুত্র আজমান মিয়া প্রতিপক্ষের হুমকীর প্রেক্ষিতে আদালতে মামলা দায়ের করেছেন। গত ২৩ আগষ্ট তিনি আদালতে অভিযোগটি দায়ের করেন। মামলা সূত্রে জানা যায়, আজমান মিয়া নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মিঠাপুর এলাকায় পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছেন। তিনি আউশকান্দি হীরাগঞ্জ বাজারে সুনামের সাথে ব্যবসা করে যাচ্ছেন। তিনি মিঠাপুর গ্রামের নুরুল হোসেন (৫০) এর নিকট থেকে কিছু ভুমি ক্রয় করার লক্ষ্যে ২ লাখ ৮০ হাজার টাকা বায়না করেন। কিন্তু নুরুল হোসেন ওই জমি রেজিষ্ট্রি করে দেননি। এ অবস্থায় টাকা ফেরত চাওয়ার জের ধরে গত ১৬ আগষ্ট বিকেলে আজমান মিয়ার বাড়িতে প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। এতে আজমান মিয়া গুরুতর আহত হন। পরে তিনি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত হবিগঞ্জ সি,আর ২৪৩/১৬ মামলা দায়ের করেন। এতে আরো ক্ষিপ্ত হয়ে উঠে নুরুল হোসেন। মামলার সংবাদ শোনে নুরুল হোসেনের লোকজন প্রতিশোধ নিতে আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। গত সোমবার বিকেলে বাদী আজমান মিয়া স্থানীয় আউশকান্দি বাজার থেকে তার বাসায় ফেরার পথে মিঠাপুর নামক স্থানে পৌছা মাত্র প্রতিপক্ষের লোকজন তার গতিরোধ করে গালমন্দ করে। আজমান তাদের আচরনে প্রতিবাদ করলে তাকে প্রানে হত্যার জন্য ধাওয়া করে। এ সময় তার শোর চিৎকারে আশ পাশের লোকজন এগিয়ে তাকে তাদের কবল থেকে রক্ষা করেন। এ অবস্থায় তিনি জীবনের নিরাপত্তার জন্য হবিগঞ্জ নির্বাহী হাকিম আদালতে অভিযোগ দাখিল করেছেন আজমান মিয়া।