Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে কুর্শি গ্রামের বিরোধ সালিশে নিষ্পত্তি

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে উপজেলার কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামে দুই পক্ষের বিদ্যমান বিরোধ সালিশে নিস্পত্তি হয়েছে। গতকাল দুপুরে কুর্শি সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত ঐতিহাসিক সালিশ বৈঠকে নবনির্বাচিত ইউপি সদস্য আল আমিন খাঁন ও যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি লিডার রানা চৌধুরীর লোকজনের মধ্যে বিদ্যমান বিরোধ নিস্পত্তি হয়। আয়োজিত বৈঠকে সভপাতিত্ব করেন স্থানীয় সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। দুই পক্ষের বিরোধ নিস্পত্তি ও সমঝোতা প্রক্রিয়ায় তদারকি করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, কুর্শি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আলী আহমদ মুসা। সালিশ বৈঠকে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ মোঃ আলমগীর চৌধুরী, নবীগঞ্জ বাজার ব্যবসায়ি সমিতির সভাপতি আব্দুল গফুর চৌধুরী, উপজেলা জাপার আহ্বায়ক ডাঃ শাহ আবুল খায়ের, থানা বিএনপির সাধারন সম্পাদক মুজিবুর রহমান শেফু, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, ইউপি চেয়ারম্যান বজলুর রশীদ, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, পৌর আওয়ামীলীগের সভাপতি মুজাহিদুল ইসলাম, সাংবাদিক সরওয়ার শিকদার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, কেন্দ্রীয় যুবলীগের নির্বাহি সদস্য আব্দুল মুকিত চৌধুরী, তৌহিদুল ইসলাম চৌধুরী, রিজভী আহমদ খালেদ, উজ্জল আলী সরদার প্রমুখ। সালিশ বৈঠকের সুচনাতে সাংবাদিক এম এ বাছিতের প্রস্তাবনায় উভয় পক্ষের সম্মতিক্রমে গঠিত বোর্ডের মাধ্যমে সকল প্রকার বিরোধ নিস্পত্তি হয়। সালিশী বোর্ডের সিদ্ধান্ত ঘোষণা করেন সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। সিদ্ধান্ত ঘোষণায় তিনি বলেন, গত ২৭ রমজান কুর্শি পয়েন্টে সংঘর্ষে গুরুতর আহত ইউপি সদস্য আল আমিন খাঁন ও তার লোকজনের চিকিৎসা ব্যয় বাবত ৮০ হাজার টাকা, রানা চৌধুরী পক্ষের আহত লোকজনের জন্য ২০ হাজার টাকা তাৎক্ষণিক পরিশোধ, দায়েরকৃত একাধিক মামলা নিজ নিজ খরছে প্রত্যাহার করতে হবে। এছাড়াও ভবিষ্যতে সংঘাতে লিপ্ত হলে মুচলেকা ভিত্তিক এক লাখ টাকা জরিমানার মাধ্যমে ব্যবস্থা গ্রহণের হুশিয়ার দেয়া হয়। সালিশ বোর্ডের সিদ্ধান্ত উভয় পক্ষ মেনে নেয়ায় দীর্ঘ দিনের বিরোধ নিস্পত্তি হয়। এনিয়ে স্বস্থি প্রকাশ করেন স্থানীয় জনপদের লোকজন। আয়োজিত বৈঠকে বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।