Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে এ্যাডিশনাল আইজি মুখলেছুর রহমান ॥ রগকাটা হাতকাটা ও পা কাটার রাজনীতির ধারাবাহিকতায় জঙ্গীবাদের উত্থান

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ পুলিশের এ্যাডিশনাল আইজি মুখলেছুর রহমান বলেছেন, বাংলাদেশে রগ কাটা, হাত কাটা পা কাটা আর গলা কাটার রাজনীতির ধারাবাহিতকায় আজ জঙ্গীবাদের উত্থান ঘটেছে। এগুলো যদি শুরুতেই বন্ধ করা যেত তাহলে আজ এই অবস্থার সৃষ্টি হত না। ৭৫ এর ১৫ আগস্টের ঘটনার সাথেও এর যোগ সূত্রতা আছে। বাংলাদেশে হত্যাকান্ড করে ইসলাম দিয়ে জায়েজ করার চেষ্টা করা হয়। তা মেনে নেয়া যায়না। মনে রাখতে হবে পৃথিবির মাঝে বাংলাদেশেই প্রকৃত ইসলামের চর্চা হয়। আর এদেশে রক্তাপাত দিয়ে ইসলাম কায়েম হয় নাই। আর যখন ইসলাম কায়েম হয়ে গেছে তখন নতুন করে আবার ইসলাম কায়েমের নাম করে চলছে মানুষ হত্যা। সকলে মিলে এই মানুষ হত্যা বন্ধ করতে হবে।
গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জ পুলিশ লাইনে জেলা পুলিশের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র’র সভাপতিত্বে এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুর রহমান এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মিজানুর রহমান, হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী। বক্তৃতা করেন জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী, সাধারন সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, সরকারী বৃন্দাবন কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুজ্জামান, উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই, আতর আলী, সৈয়দ মোহাম্মদ শাহজাহান, শেখ বশির আহমেদ, মেয়র ছালেক মিয়া, মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি রইছ মিয়া, প্রেসক্লাব সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা, জমিলা বেগম, আতাউর রহমান ও ফরহাদ আহমেদ আব্বাছ।
প্রধান অতিথির বক্তৃতায় মুখলেছুর রহমান বলেন, সকল মুসলিম দেশগুলোতে আন্তর্জাতিভাবে ষড়যন্ত্র করে যুদ্ধ লাগিয়ে সেখানকার গ্যাস তেল দখল করা হচ্ছে। বাংলাদেশে তা হতে দেয়া হবে না।
মতবিনিময় সভায় জেলার ৮ উপজেলা চেয়ারম্যান, জেলার সকল পৌর মেয়র, প্রায় ৬০ জন ইউপি চেয়ারম্যান ও সদস্য সদস্যা সহ ২ শতাধিক জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।