Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জেলা ছাত্রদল নেতা রাজিব আহমেদ রিংগন গ্রেপ্তার ॥ প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহ রাজিব আহমেদ রিংগনকে গ্রেফতার করেছে পুলিশ বুধবার রাত সাড়ে ৮টার দিকে শহরের আশরাফ জাহান কমপ্লেক্সের সামন থেকে তাকে গ্রেফতার করা হয়।
গতকাল বুধবার রাত ৯ টার দিকে সদর থানার এসআই মিজানুর রহমান, রকিবুল হাসান, পার্থরঞ্জন চক্রবর্তী ও আব্দুর রহিমসহ একদল পুলিশ

আশরাফ জাহান কমপ্লেক্স এলাকায় অভিযান চালিয়ে রিংগনকে আটক করে। পুলিশ জানায়, রিংগনের বিরুদ্ধে একটি বিস্ফোরক, ২টি দ্রুত বিচার ও ১টি পুলিশ এসল্ট মামলা সহ ৪টি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। থানায় নিয়ে আসার পর শত শত নেতাকর্মী তাকে দেখার জন্য থানায় ছুটে যান। আটক রিংগন জানান, তাকে ধরে নিয়ে আসার সময় পুলিশ তাকে মারধর করেছে। এ ব্যাপারে সদর থানার এসআই মিজানুর রহমান জানান, তাকে ধরার আনার সময় পুলিশের হাত থেকে ছুটে যাওয়ার জন্য দস্তাদস্তি করে। তবে তাকে কোন মারধর করা হয়নি।
এদিকে বিস্ফোরক ও পুলিশ এসল্টসহ একাধিক মামলার পলাতক আসামী জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য ও সদর থানা ছাত্রদলের সদস্য সচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শাহ রাজিব আহমেদ রিংগনকে গ্রেফতারের প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জেলা ছাত্রদল। মিছিলটি শহরের কলাপাতা হোটেলের সামন থেকে শুরু করে সাইফুর রহমান টাউন হলের সামনে গিয়ে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। জেলা ছাত্রদল নেতা ইমন রহমানের সভাপতিত্বে ও মোর্শেদ আলমের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাজিব আহমেদ হৃদয়, যুগ্ম আহবায়ক সাইফুর রহমান তারেক, সদর থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম রাব্বী, যুগ্ম আহবায়ক মোঃ লায়েক আলী, মিশু আহমেদ, সৈকত সরকার, শেখ উসমান গনি রুমী, রানা, বাপ্পী, রিয়াদ, মাসুম, বাবু, সাগর প্রমূখ। নেতৃবৃন্দ শাহ রাজিব আহমেদ রিংগনকে গ্রেফতারে তীব্র নিন্দা জানান এবং তার নিঃশর্ত মুক্তি দাবী করেন।