Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আদালত প্রাঙ্গণে দুই আইনজীবী লোকজনের সংঘর্ষের ঘটনায় মামলা

স্টাফ রিপোর্টার ॥ মক্কেল নিয়ে আদালত প্রাঙ্গণে দুই আইনজীবী ও তার লোকজনের সংঘর্ষের ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার সকালে আইনজীবি আতাউর রহমান রবিন বাদি হয়ে সদর থানায় ফারুকের পুত্র রাব্বিকে প্রধান করে অজ্ঞাত ৫/৬ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। সদর থানার ওসি মামলা রুজু করে আসামী ধরতে অভিযান চালান। উল্লেখ্য প্রত্যক্ষদর্শী ও আহত সুত্র জানায়, চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের শামীম মিয়ার স্ত্রী জানু বেগমকে চুনারুঘাট থানা পুলিশ আটক করে মঙ্গলবার কোর্টে প্রেরণ করে। যার মামলা নং-জিআর ২০৮/১৬। জানু বেগমের নিয়োজিত আইনজীবি আতাউর রহমান রবিন জামিনের জন্য ওকালত নামায় স্বাক্ষর নেন। কিন্তু কোর্টের সময় শেষ হয়ে যাওয়ায় জামিনের আবেদন করতে পারেননি তিনি। কিছক্ষণ পর লকাপে গিয়ে আইনজীবি ফারুকুর রহমান মাদকসেবী জানু আক্তারকে বলেন তার জামিন হয়েছে, এ জন্য ওকালত নামায় স্বাক্ষর দিতে হবে। জানু ওকালত নামায় স্বাক্ষর দেয়। বিষয়টি রবিনের নজরে এলে তিনি ফারুকের নিকট এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে যান। এতে ফারুক ক্ষিপ্ত হয়ে উঠেন। এ সময় দুই জনের মাঝে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এর কিছক্ষণ পর ফারুকের লোকজন ও তার পুত্র রাব্বি আদালত প্রাঙ্গণে এসে রবিনের উপর হামলা চালায়। এতে তিনি আহত হন। এ সময় অন্যান্য আইনজীবি ও সহকারিরা ফারুকের লোকজনকে ধাওয়া করলে তারা পালিয়ে যায়। তখন যুবদল নেতা পরিচয় দানকারী আলমগীর চৌধুরী নামের এক যুবককে কোর্ট পুলিশ আটক করে। পরে ফারুকের পুত্র রাব্বি আরো লোকজন নিয়ে পুরান পৌরসভা সড়কে রবিনের চেম্বার ভাংচুর করে। এ সময় আইনজীবি শিবলি খায়ের ও আইনজীবি সহকারি সাহারাজ বাঁধা দিলে তার উপর হামলা চালায়। এতে তারা আহত হয়। পরে পুলিশ ও আইনজীবিদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এ সময় তাৎক্ষনিক আইনজীবিরা এক সভায় মিলিত হন। সভায় সিদ্ধান্ত হয় রবিন বাদি হয়ে ফারুক ছাড়া তার পুত্র রাব্বিসহ অন্যান্যদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করবেন। সভায় ন্যাক্কারজনক ঘটনার জন্য ফারুককে সতর্ক করে দেয়া হয়।