Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

দেশের উন্নয়নে নারীদের ভূমিকা উল্লেখযোগ্য-এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির বলেছেন, দেশের উন্নয়নে নারীদের ভূমিকা উল্লেখযোগ্য। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ন দপ্তরে নারীরা কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই নারীদের উন্নয়নে গুরুত্ব দেয়। এর ফলেই আজ নারীরা দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। গতকাল বুধবার লাখাই উপজেলা পরিষদ মিলনায়তনে সামাজিক নিরাপত্তা বেষ্ঠনির আওতায় বয়স্ক, বিধবা ও স্বামী পরিত্যক্তা, অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা ও প্রতিবন্ধী ব্যক্তিদের আইডি কার্ড বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি আবু জাহির আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সারাদেশে রাস্তা-ঘাট, বিদ্যুত ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি প্রতিবন্ধীদের বিভিন্নভাবে সহায়তা করে আসছে। তিনি বলেন, দেশের মানুষ এখন তিনবেলা পেট ভরে ভাত খেতে পারেন। আর বিএনপি-জামায়াত সরকার দেশের লোকজনকে আলু খাওয়ার পরামর্শ দিয়েছিল। তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকারের উন্নয়নে ইর্ষান্বিত হয়ে স্বাধীনতা বিরোধীরা দেশে সন্ত্রাস-জঙ্গিবাদ সৃষ্টি করছে। তাদেরকে শক্ত হাতে দমন করা হবে।
লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হুছাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডঃ মুশফিউল আলম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুর্শেদ কামাল চৌধুরী, ইউপি চেয়ারম্যান মুক্তার হোসেন বেনু, এনামূল হক মামুন ও ফয়সল মোল্লা প্রমুখ।