Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বিভাগীয় কমিশনার গোল্ডকাপে সেমিফাইনালে হবিগঞ্জ

স্টাফ রিপোর্টার ॥ একটি ফুটবল ম্যাচে কয়টি হলুদ কার্ড হতে পারে? একটা, দুইটা, তিনটা, চার টা, না, গুণে গুণে একেবারে সাতটি হলুদ কার্ড। একটি কম দুই হালি। এমন শারীরিক শক্তির ম্যাচে কুমিল্লাকে ট্রাইবেকারে হারিয়ে সিলেট বিভাগীয় কমিশনার কাপ ফুটবল টুর্ণামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে হবিগঞ্জ জেলা। ট্রাইব্রেকারে গড়নো ম্যাচে কুমিল্লা জেলা দলকে ৩-১ গোলে হারায় হবিগঞ্জ জেলা ফুটবল দল।
সিলেট জেলা স্টেডিয়ামে নির্ধারিত সময় বিকাল ৪টার পরিবর্তে আধঘন্টা বিলম্বে বিকাল সাড়ে চারটায় শুরু হওয়া ম্যাচে খেলার দুই অংশে শক্তি দেখিয়েছে দু’টি দল। প্রথম অংশে বিরতিতে যাওয়ার আগে শক্তি দেখায় হবিগঞ্জ জেলা, হলুদ কার্ড যেমন পায় তেমনি বলও রাখে নিজেদের পায়ে।
আর খেলার দ্বিতীয়াংশ পুরোটা সময়ই ছিলো কুমিল্লার দখলে। প্রথমাংশে ঝিমিয়ে থাকা কুমিল্লা দারুণ ভাবে ঘুরে দাড়ায়। আক্রমণ পাল্টা আক্রমণে ব্যস্ত রাখে হবিগঞ্জের রক্ষণ ভাগ।
ট্রাইব্রেকারে হবিগঞ্জ জেলা দল কুমিল্লাকে ৩-১ গোলের ব্যবধানে পরাজিত করে। হবিগঞ্জের হয়ে গোল করেন বিদেশী খেলোয়াড় পিটার, চোকা, জকসন। গোল মিস করেন জসিম (২)। জয়ে অবদানে দ্বিতীয়ার্ধে নামা বদলী গোল কিপার রানার দারুণ দক্ষতায় ট্রাইব্রেকারের শট সেইভ করেন তিনি।
খেলা শেষে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম। এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ফরহাদ হোসেন কলি, সহ-সভাপতি ও ডিএফএ সভাপতি আব্দুর রহমান, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, ডিএফএর সহ-সভাপতি শহিদুর রহমান লাল, সালেহ আহমেদ, কোষাধ্যক্ষ ফেরদৌস আহমেদ, সাধারন সম্পাদক মহিউদ্দিন আহমেদ চৌধুরী পারভেজ ও আব্দুল হান্নান।