Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আর্তমানবতা ও সমাজ সেবার অঙ্গিকার নিয়ে বাউসা যুব সংঘের কমিটি পুণর্গঠন

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা গ্রামে আর্থমানবতা ও সমাজ সেবার অঙ্গিকার নিয়ে ২০০৬ সালে গঠিত ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন বাউসা যুবসংঘের কমিটি পূণর্গঠন করা হয়েছে। কমিটি পুর্ণগঠনকল্পে গত বুধবার রাতে যুবসংঘের অস্থায়ী কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। বাউসা যুবসংঘের প্রতিষ্ঠাতা তিনবারের সভাপতি মোঃ বাছিতুর রহমান চৌধুরী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক আলী হাছান লিটন এর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন সংঘের উপদেষ্টা ও বাউসা ইউপি যুব কল্যাণ ট্রাষ্টের আহ্বায়ক মুহিবুর রহমান চৌধুরী, বাউসা ইউপি উন্নয়ন ফোরাম এর উপদেষ্টা ডিড রাইটার বিভূ আচার্য্য, নবীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য মোঃ সংগ্রাম আলী, মোঃ ছালিক মিয়া, জয়নাল আবেদীন, মোঃ আলমগীর হোসেন, যুব সংঘের সিনিয়র সহ-সভাপতি ও বাউসা ইউপি উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মনসুর আহমেদ চৌধুরী, মোঃ এনামুল হক, বাউসা সোনার বাংলা যুব সমবায় সমিতির সাধারণ সম্পাদক রঞ্জিত মোহন ঘোষ রবি, রহমত মিয়া, জাহাঙ্গীর মিয়া, মোঃ শওকত আলী, সুহেল মিয়া, গোবিন্দ্র সুত্রধর, মুবাশ্বির আলী সুমন, শাহ সেলিম আহমেদ, মিশু আহমেদ, তানবীর আহমেদ, মইনু মিয়া, সজলু মিয়া, মজন আলী, শেখ জুয়েল আহমদ, মোঃ নানু মিয়া, আবুল কাশেম, মেরিট টিচিং সেন্টারের নির্বাহী পরিচালক মোঃ মইনুল ইসলাম, মাহবুব হোসেন চৌধুরী সাদ্দাম, মিনহাজুর রহমান, ফরহাদ হাসান বাবু, বাপ্পি আচার্য্য, রাজেশ আচার্য্য রাহুল, ফরিদ মিয়া, এজলু মিয়া, সুহেল মিয়া (২), হেলাল মিয়া, মোঃ ইব্রাহীম, লিটন সুত্রধর, মামুন, আবির আহমেদ, দুবাই প্রবাসী টিটু আহমেদ, মামদু মিয়া, অর্জুন ঘোষ, আওলাদ আহমেদ, সাইফুর রহমান সাইফ, রাহিনুর রহমান, মামুন আহমেদসহ কার্যকরি কমিটি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বক্তারা বাউসা যুব সংঘের ভূয়ষী প্রশংসা করে বলেন, ২০০৬ সাল থেকে অদ্যাবদি গ্রামের বিভিন্ন সামাজিক কর্মকান্ডে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এছাড়া গ্রামের অসামাজিক কার্যকলাপ ও মাদকের বিরুদ্ধে তারা সক্রিয় ভূমিকা পালন করে আসছে। সভায় সর্বসম্মতিক্রমে বাউসা যুবসংঘের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবাদিক আলী হাছান লিটনকে সভাপতি, আশরাফুল হাসান ফাহাদকে সাধারণ সম্পাদক ও সাবেক সাংগঠনিক মোঃ লিংকন আহমেদকে সাংগঠনিক করে কমিটি ঘোষণা করা হয়ে। এছাড়া আগামী ৭ দিনের মধ্যে পুর্ণাঙ্গ কার্যকরি কমিটি করে পরিচিতি সভা করার সিদ্ধান্ত গৃহিত হয়।