Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরের গরুর হাটকে কেন্দ্র করে দু’অঞ্চলে উত্তেজনা

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর গরুর বাজারের ৩শ গজের ভেতর ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ব্রাহ্মনবাড়ীয়া জেলার বিজয়নগর উপজেলার সাতবর্গ বাস টার্মিনালে গরুর হাট বসানোকে কেন্দ্র করে দু জেলার মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় এ নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছে স্থানীয়রা। জানা যায়, গত কয়েক বছর আগে মাধবপুর উপজেলার প্রায় আড়াই কিলোমিটার দুরে ব্রাহ্মনবাড়ীয়া জেলার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের কাতাবাড়ী মৌজায় গরুর হাট বসানোর অনুমতি দেয়। চলতি বছরও কর্তৃপক্ষ কাতাবাড়ী গরুর হাট ইজারা দরপত্র আহ্বান করেন। যথারীতি লীজ গ্রহীতারা লীজ গ্রহন করে নির্ধারিত স্থানে হাট না বসিয়ে মাধবপুর গরুর হাটকে ক্ষতিগ্রস্থ করার উদ্দেশ্যে প্রায় ৩শ গজ দুরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সাতবর্গ বাস টার্মিনালে হাট বসানোর চেষ্টা করছে। এ নিয়ে দু’অঞ্চলের লোকজনের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করেছে।
এ ব্যাপারে মাধবপুর পৌরসভার মেয়র হিরেন্দ্র লাল সাহা বলেন, ২০১৪ সালে গুটি কয়েক ব্যক্তি সাতবর্গ বাস টার্মিনালে গরুর হাট বসানোর চেষ্টা করলে মহামান্য হাইকোর্ট ওই গরুর হাট বসানোর উপর নিষেদ্ধাজ্ঞা জারি করেন। নিষেদ্ধাজ্ঞা অমান্য করে হাট বসানোর চেষ্টা করলে বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরেজমিনে এসে হাট ভেঙ্গে দেন এবং তাদের মালামাল জব্দ করে নিয়ে যান। এবারও কতিপয় ব্যক্তিরা এ হাট বসানোর চেষ্টা চালাচ্ছে। মূলত কিছুলোক নিজেদের স্বার্থে মাধবপুর গরুর বাজারটি ক্ষতিগ্রস্থ করার জন্য এ অপচেষ্টা করে যাচ্ছে।