Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চার শিশু হত্যার রেশ না কাটতেই ॥ বাহুবলে নিখোঁজের তিন দিন পর শিশুর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে চার শিশু হত্যার রেশ না কাটতেই আরো এক শিশুর লাশ মিলল বাড়ি থেকে আধা কিলোমিটার দুরে একটি ধান ক্ষেতে। হতভাগ্য এ শিশুটির নাম সুলতানা আক্তার (৯)। সে বাহুবল উপজেলার উত্তরসুর গ্রামের আফজল মিয়ার কন্যা। নিখোঁজ হওয়ার ৩দিন পর গতকাল শুক্রবার সুলতানার লাশ উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার ১৬ আগস্ট বেলা ২টার দিকে কেরোসিন তেল কেনার জন্য বাড়ি থেকে উপজেলা সদরসংলগ্ন হামিদনগর বাজারের উদ্দেশ্যে রওনা হয় সুলতানা। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর সে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ওইদিনই উপজেলা সদরসহ সর্বত্র মাইকযোগে নিখোঁজ সংবাদটি প্রচার করা হয়। তাতেও কোন সাড়া না পেয়ে সুলতানা আক্তার এর পিতা আফজল মিয়া ওইদিন রাতে বাহুবল মডেল থানায় একটি সাধারণ ডায়েরী (নং-৭৮২, তাং- ১৭/০৮/২০১৬) করেন। শিশু সুলতানা আক্তার নিখোঁজ হওয়ার ৩ দিনের মাথায় গতকাল শুক্রবার সকালে স্থানীয় লোকজন উপজেলা সদর সংলগ্ন হামিদনগর ও উত্তরসুর গ্রামের মাঝামাঝি বিল্লাল মিয়ার ধান ক্ষেতে লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এ সময় উপস্থিত জনতা পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন।
ঘটনাস্থলে উপস্থিত লোকজন এবং নিহত শিশুর পরিবারের দাবী, থানায় নিখোঁজ সংবাদটি সাধারণ ডায়েরীভূক্ত করার পরও পুলিশ কোন পদক্ষেপ নেয়নি।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা মুনির হোসেন বলেন, নিখোঁজ সংবাদটি পাওয়ার পর এএসআই জহির শিশুটিকে উদ্ধারের জন্য নানামুখী চেষ্টা চালিয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে আটক করা হয়নি বলেও জানান তিনি।
উল্লেখ্য যে, গত ফেব্র“য়ারি মাসে চার শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ বালু চাপা দিয়ে রাখা হয়। ৫দিন পর ওই চার শিশুর লাশ পাওয়া যায়। আর সুলতানার লাশ পাওয়া যায় নিখোঁজের ৩দিন পর।