Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শ্রদ্ধা আর ভালবাসায় মাওলানা আলাউদ্দিন আখঞ্জি চিরন্দ্রিায় ॥ আমেরিকা সরকারের কাছে নির্মম হত্যাকান্ডের বিচার দাবী

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ও চুনারুঘাটে পৃথক জানাযা নামাজে হাজার হাজার জনতার কান্না, শ্রদ্ধা আর ভালবাসায় চির বিদায় নিলেন মাওলানা আলাউদ্দিন আখঞ্জি। তবে উপস্থিত জনতা আমেরিকার সরকারের কাছে এই হত্যাকাণ্ডের বিচারের জন্য জানিয়েছেন জোর দাবী। গতকাল বৃহস্পতিবার সকাল পৌনে ৯টায় আলাউদ্দিন আখঞ্জির কফিনবাহী এ্যামিরেটস এর ফ্লাইটটি হযরত শাহজালাল (রঃ) বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। কিন্তু বিমানটি নামে সকাল ১০টায়। নিহতের লাশ তার ছেলে মেয়ে ও স্ত্রী দেশে নিয়ে আসেন। লাশ গ্রহণকালে সেখানে সরকারের পক্ষে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আব্দুস সোবহান গোলাপ। বিমানবন্দরের সব আনুষ্ঠানিকতা সেরে একটি লাশবাহী অ্যাম্বুলেন্সে করে লাশ নিয়ে তার পরিবারের লোকজন হবিগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন পৌনে ১১টায়। বিমানন্দর থেকে লাশ নিয়ে আসা হয় সরাসরি হবিগঞ্জের বড় ছেলের বাসায়। সেখানে লাশ

পৌছুলে হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়। আত্মীয় স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগায়ে আড়াইটার দিকে লাশ আসে। এর আগে থেকেই ঈদগাহে জনতার ঢল নামে। সাড়ে ৩টায় মুসল্লিদের উপস্থিতিতে ঈদগাহ কানায় কানায় পরিপুর্ণ হয়ে যায়। জানাযাপূর্ব মুসল্লীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির, আল ইসলাহ’র কেন্দ্রীয় সভাপতি আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলী, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সফিউল আলম, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, মাওলানা নুর উদ্দিন জঙ্গী, রইছ মিয়া, গোলাম মোস্তফা নবীনগরী, মাওলানা ফরিদ উদ্দিন আহমেদ, মাওলানা কাজী নাজমুল হোসেন, মাওলানা মুফতী আব্দুল মতিন ফিরোজ পুরী, জেলা তালামীযের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোবাশ্বির হোসেন চৌধুরী প্রমূখ। জানাযার নামাজে ইমামতি করেন আলাউদ্দিন আখঞ্জির ভাই নাছির উদ্দিন আখঞ্জি। পরে নিহতের কপিনে ফুলেল শ্রদ্ধা জানান, সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির ও জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সফিউল আলম।
চুনারুঘাট প্রতিনিধি জানান, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আততায়ীর গুলিতে নিহত মাওলানা আলাউদ্দিন আখনজী (৫২) গোছাপাড়ার নিজ বাড়ির পাশেই চির নিদ্রায় শায়িত হলেন। বিকাল সাড়ে ৫টায় চুনারুঘাটের আমুরোড ঈদগা মাঠে তৃতীয় ও শেষ জানাজা শেষে তাকে একটি বিশেষ বাক্সবন্দি করে দাফন করা হয়। বিকাল ৫টায় লাশ নেওয়া হয় আমুরোড ঈদগা মাঠে। জানাজায় অংশ নেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, আহলে সুন্নাতওয়াল জামাত কেন্দ্রীয় নির্বাহী চেয়ারম্যান আল্লামা আব্দুল করিম সিরাজনগরী, ইসলামিক ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আলী মোহাম্মদ চৌধুরী, আলহ্জ্বা মাওঃ সোলাইমান খান রাব্বানী, আওয়ামীলীগের সভাপতি আকবর হোসেন জিতু, মৌলভীবাজার জেলা সুন্নাত ওয়াল জামাতের সহ-সভাপতি মাওঃ আঃ মুহিদ হাসানী, আহলে সুন্নাত ওয়াল জামাত এর চুনারুঘাট সভাপতি আবুল হোসেন আকল মিয়া, আহম্মদাবাদের ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, সাবেক চেয়ারম্যান আব্দুল লতিব, রিপোটার্স ইউনিটির সভাপতি নূরুল আমিন, সেক্রেটারী আবুল কালাম আজাদ সহ ৫ সহ¯্রাধিক মুসুল্লীগণ জানাজায় অংশগ্রহণ করেন। নামাজে জানাজা পড়ান তার ছোট ভাই শাহ জালাল উদ্দিন আখঞ্জি।