Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জেলা কৃষকলীগের শোক সভায় এমপি আবু জাহির ॥ সকল প্রকার কৃষি উপকরণ এখন সাধারণ কৃষকদের হাতের নাগালে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা কৃষকলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধুর ৪১তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও কাঙ্গালীভোজ অনুষ্টিত হয়েছে। গতকাল দুপুরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জেলা কৃষকলীগ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবির রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মোক্তার হোসেন বেনুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সৈয়দ কামরুল হাসান, কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল আমিন ওসমান, সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন খন্দকার, প্রচার সম্পাদক আবদুর রউফ, দপ্তর সম্পাদক সঞ্জয় রায়, মহিবুর রহমান তালুকদার কাউছার, এম এ মামুন, শাহজাহান চৌধুরী, আব্দুল হামিদ চৌধুরী, হেলাল উদ্দিন মেম্বার, জালাল উদ্দিন সর্দার, আক্তার হোসেন, রুহুল কবির বুলবুল, সেবুল ঠাকুর, সাহিনুর আলম ছানু, বিকাশ রায়, রেজা উদ্দিন দুলদুল, মাস্টার মখলিছুর রহমান, আলমগীর মোল্লা, সোহেল আহমদ, পারভেজ আহমদ, শাজাহান চৌধুরী, মাহমুদুল রহমান মুজিব, মনিরুল আলম বাছির, শামীম আহমদ, তাপস রায় সুমন, জামাল মিয়া, হিফজুর রহমান প্রমূখ।
প্রধান অতিথি’র বক্তব্যে, এডঃ আবু জাহির এমপি বলেন, হবিগঞ্জের উন্নয়নে আমি সর্বদায় চেষ্টা করে যাচ্ছি। বর্তমান আওয়ামীলীগ সরকার কৃষিবান্ধন সরকার। সরকার কৃষকদের ভাগ্য উন্নয়নে সর্বদায় কাজ করে যাচ্ছে। এখন সরকারের পক্ষ থেকে বিনা মূল্য বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়। যা অতীতে কল্পনাও করা যেত না। তিনি বলেন, বিএনপি জোট সরকারের আমলে দেশের মানুষ সারে জন্য জীবন দিতে হয়েছে। কিন্তু এখন সকল প্রকার কৃষি উপকরণ সাধারণ কৃষকদের হাতের নাগালে।