Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাল্য বিয়ে থেকে রক্ষা পেল নবম শ্রেণির ছাত্রী

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল নবম শ্রেণির এক স্কুলছাত্রী। ছাত্রীর বাড়ি হবিগঞ্জ শহরতলীর পশ্চিম ভাদৈ গ্রামে। তিনি আইডিয়াল হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী। আর বর হচ্ছে, চুনারুঘাটের বাদশা মিয়ার ছেলে আব্দুর রউফ। গতকাল বৃহস্পতিবার বিয়ের দিন তারিখ ধার্য ছিল। বর ও কনের পক্ষ থেকে সব আয়োজন সম্পন্ন করা হয়। উভয় পরিবারে চলছিল বিয়ের ধূম। কিন্তু ওই ছাত্রীকে বাল্য বিয়ে দেয়া হচ্ছে বলে খবর পৌছে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের কাছে। এ খবরের ভিত্তিতে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: মাহবুবুল আলম সম্মিলিতভাবে ত্বরিত পদক্ষেপ নেন। তাঁদের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পায় ছাত্রীটি।
এ ব্যাপারে জানতে চাইলে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহবুবুল আলম বলেন, বাল্য বিয়ের খবর পেয়ে উপজেলা প্রশাসনের সাথে সম্মিলতভাবে বিয়ে বন্ধে ত্বরিত পদক্ষেপ নেয়া হয়। তিনি বলেন, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সাথে মহিলা বিষয়ক অধিদপ্তর বাল্য বিয়ে বন্ধ এবং প্রতিরোধে কাজ করে যাচ্ছে। ইতিপূর্বেও বাল্য বিয়ে বন্ধ করা হয়েছে বলে তিনি জানান।