Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে চা শ্রমিকদের মানববন্ধন

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলায় বৈকুণ্ঠপুর চা বাগানের শ্রমিকরা ১৫সপ্তাহ যাবত রেশন মজুরী পরিশোধসহ চলমান সংকট নিরসনের দাবিতে মাধবপুর উপজেলা সদরে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। গতকাল বৃহষ্পতিবার দুপুরে ২ ঘন্টা ব্যাপী মানববন্ধনে বৈকুন্ঠপুর চা বাগানে শ্রমিকসহ লস্করপুর ভ্যালীর শতশত নারী পুরুষ শ্রমিক মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে উপজেলা চত্বরে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরী বলেন, ১৫ সপ্তাহ ধরে বৈকুন্ঠপুর চা বাগানে মালিকপক্ষ রেশন, মজুরী, চিকিৎসা, শিক্ষাসহ সকল সুবিধা বন্ধ করে দিয়েছে। এ কারণে চা বাগানে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। ইতিমধ্যে অর্ধাহারে অনাহারে ৫ জন শ্রমিক মারা গেছে। অচিরেই প্রশাসনের উদ্যোগে এ বাগানে সমস্যা দ্রুত সমাধান না করলে চা শ্রমিকরা সমগ্র চা বাগানে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে। এর আগে সকালে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলামের উপস্থিতিতে তাঁর কার্যালয়ে সমস্যা সমাধানের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল শ্রম অধিদপ্তরের উপপরিচালক মনিরুজ্জামান, মাধবপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকতাদির হোসেন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরী, লস্করপুর ভ্যালীর সভাপতি অভিরত বাকতি প্রমুখ।