Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ ইসলামিয়া চক্ষু হাসপাতালের ৪র্থ বর্ষে পদার্পন উপলক্ষে মিলাদ মাহফিল

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ইসলামিয়া চক্ষু হাসপাতালের ৪র্থ বর্ষে পদার্পন উপলক্ষে গতকাল বিভিন্ন কর্মসুচি গ্রহণ করা হয়। এ উপলক্ষে গতকাল সকালে প্রতিষ্টা বার্ষিকীর কেক কাটার মধ্য দিয়ে কর্মসুচি শুরু হয়। সকাল ১০ টায় প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন হবিগঞ্জ ব্যাংকার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ তাজুল ইসলাম, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সভাপতি মোতাচ্ছিরুল ইসলাম, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ নাহিজ ও সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য্য রিংকু। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ ইসলামিয়া চক্ষু হাসপাতালের ম্যানেজিং ডাইরেক্টর ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, পরিচালক ও হবিগঞ্জ টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি সায়েদুজ্জামান জাহির, সুমন পাল, সাঈদ চৌধুরী, মোহনা টিবির জেলা প্রতিনিধি মোঃ ছানু মিয়া, হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ আশরাফ উদ্দিন আরিফ, মেডিকেল এসিষ্টেন্ট আশিষ কুমার সেন, আশরাফুজ্জামান জুবের, কাউন্সিলর লাকি আক্তার, ফিল্ড অফিসার নাছির উদ্দিন, রিসিপশনিষ্ট শেফালী রানী রায় প্রমুখ।
বাদ আছর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে হবিগঞ্জ ব্যাংকার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ তাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোঃ আলী মমিন, সাবেক ব্যাংকার আব্দুল মালেক, হবিগঞ্জ ইসলামিয়া চক্ষু হাসপাতালের ম্যানেজিং ডাইরেক্টর ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, পরিচালক ও হবিগঞ্জ টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি সায়েদুজ্জামান জাহির, সাঈদ চৌধুরীসহ বিভিন্ন ওষুধ কোম্পানীর রিপ্রেজেন্টেটিভগণ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীবৃন্দ। মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন সওদাগর জামে মসজিদের ইমাম সাহেব।
এছাড়া ৪র্থ বর্ষে পদার্পন উপলক্ষে দিনভর হাসপাতালে আসা রোগীদের মিষ্টিমুখ করানো হয়।