Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী ॥ শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ হতো না

স্টাফ রিপোর্টার ॥ এমপি কেয়া চৌধুরীর চেষ্টায় ১৬ লাখ ৫৮ হাজার ৪০০ টাকা মূল্যে, বিনামূল্যে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার সদর ইউনিয়নের চক হাবিজপুর গ্রামে ৫২ পরিবারের মাঝে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন ও জাতীয় শোক দিবস উদযাপন উপলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ আগস্ট বুধবার আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করে আয়োজিত শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেন, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ হতো না। এ মহান নেতার স্বপ্ন পূরণে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ব্যাপকভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে। যার ফলে বেকার মানুষ হচ্ছে কর্মমুখী। দেশ যাচ্ছে এগিয়ে। তিনি বলেন, মাঠ পর্যায়ে এসে উন্নয়ন কার্যক্রম করে তৃণমূল জনগণের ভালবাসা পেয়ে মুগ্ধ হচ্ছি। আর এটাই আমার বড় পাওয়া। তিনি বলেন, ওয়াদা দেওয়ার পূর্বে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছি। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উপহার হিসেবে নবীগঞ্জ ও বাহুবলের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছি। কেউ বাঁধ যাবেন না। সবাই বিদ্যুতের আওতায় চলে আসছেন। এমপি কেয়া চৌধুরী বলেন, উন্নয়ন কর্মকান্ডে বাঁধা সৃষ্টি করতে একটি মহল আমার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। আমি এসবে থামার নই। জণগণের ভালবাসা নিয়ে নেত্রীর নির্দেশে উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছি। হিফজুর রহমান আবু বকরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা সাইফুর রহমান জুয়েল, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামীলীগ ও আওয়ামী পরিবারের নেতাকর্মী, নানাস্তরের লোকেরা।