Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে পল্লী উন্নয়নে কাজ করছি-এমপি কেয়া চৌধুরী

স্টাফ রিপোর্টার ॥ এমপি কেয়া চৌধুরীর চেষ্টায় ৪৬ লাখ ৭২ হাজার ৮শ টাকা ব্যয়ে বাহুবল উপজেলার লামাতাসী ইউনিয়নের চাঁনপুর ও শ্রীকলস গ্রামে ২০১ টি পরিবারের মাঝে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন হয়েছে। ১৬ আগস্ট মঙ্গলবার বিকেলে তৃণমূল লোকজনকে সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে এ বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন এমপি কেয়া চৌধুরী। এ সময় আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেছেন, অন্ধকার থেকে আপনাদেরকে মুক্তি দিতে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করলাম। তিনি বলেন, তৃণমূল জনগণের সেবা করতে এসেছি। আর এ লক্ষ্যে কাজ করছি। উন্নয়ন কাজের শুরু করে শেষ হলে মনে তৃপ্তি পাই। এমপি কেয়া চৌধুরী বলেন, এ সরকার উন্নয়নের সরকার। তাই আপনাদের এলাকার উন্নয়ন নিয়ে চিন্তায় থাকতে হবে না। আমি নেত্রীর কাছ থেকে উন্নয়ন নিয়ে আসছি। তিনি বলেন, কাউকে বিদ্যুতের পেছনে ছুঁটতে হচ্ছে না। এর পূর্বেই ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে যাচ্ছে।
বিশিষ্ট মুরুব্বি মিরাজ আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হপবিস’র এজিএম (গ্রাহকসেবা) মমিনুল ইসলাম, ইন্সপেক্টর মতিউর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডাঃ আবুল হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি লুৎফুর রহমান ফুল মিয়া, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আবদাল মিয়া চৌধুরী, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সাইফুর রহমান জুয়েল, মুরুব্বী মোতাতব্বির হোসেন, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম লিটন প্রমুখ। এ সময় ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামীলীগ ও আওয়ামী পরিবারের নেতাকর্মী, নানাস্তরের লোকেরা উপস্থিত ছিলেন।