Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের পানিউমদায় শোক দিবসে মিলাদ গাজী ॥ দেশের মাটিতে কোনো জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের ঠাঁই হবে না

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়ন আওয়ামলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪১তম শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে শোক সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ১৫ আগষ্ট বিকেল ৩টায় পানিউমদা বাজারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগ নেতা শাহনেওয়াজ মিলাদ গাজী। উপজেলা যুবলীগের অন্যতম নেতা অনু আহমেদের যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে রাখেন, উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ৯নং বাউশা ইউপি চেয়ারম্যান মোঃ আবু সিদ্দিক, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, এডভোকেট গতি গবিন্দ দাশ, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, উপজেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, সিনিয়র যুগ্ম আহবায়ক শাহ্ গোল আহমেদ কাজল। উপস্থিত ছিলেন, সাংবাদিক ও কলামিস্ট এম,এ আহমদ আজাদ, সাংবাদিক এম, মুজিবুর রহমান। আরো বক্তব্যে রাখেন, আ’লীগ নেতা এখলাছুর রহমান খান, বীরমুক্তিযোদ্ধা বশির আহমেদ, মোঃ খসরু মিয়া, দেওয়ান জাহিদ আহমদ চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা ধনেশ্বর রায়, বীরমুক্তিযোদ্ধা সোনা মিয়া, মনসুর আলম মেম্বার, মুহিত মিয়া মেম্বার, আলী নেওয়াজ মেম্বার, আ’লীগ নেতা আব্দুল মুকিত মেম্বার, কুর্শি ইউপি যুবলীগের আহবায়ক নেছার আহমদ জগলু, যুবলীগ নেতা খরছু আহমেদ সাজু, ডাঃ আবুল কালাম, শাহ্ তোফাজ্জুল হোসেন, শাহ্ সফিকুল ইসলাম, মোঃ ইয়াওর মিয়া, মোঃ মধু মিয়া, ছাত্রলীগ নেতা সোমায়েল মিয়া, আব্দুল কদ্দুছ, সাইফুল ইসলাম, কামাল হোসেন, শামীম আহমদসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী।
প্রধান অতিথি শাহনেওয়াজ মিলাদ গাজী বলেন, জাতির জনকের স্বপ্নের সোনার বাংলাদেশের মাটিতে কোনো জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের ঠাঁই হবে না। জঙ্গিবাদকে সমূলে উপড়ে ফেলে আওয়ামীলীগ সরকার জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত করছে। দেশ এখন শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে।