Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ পৌরসভার সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো: আবু জাহির বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে চোখ-কান খোলা রাখতে হবে। জঙ্গিবাদের উত্থান হলে সমাজের কেউ নিরাপদ থাকতে পারবে না। তাই সময় থাকতে জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। হবিগঞ্জ পৌরসভার জঙ্গিবাদ বিরোধী মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন মাত্র আটমাস পূর্বে নিখোঁজ হয়ে একটি ছেলে জঙ্গিদের শীর্ষ নেতা হয়ে গেছে। তাই সকল অভিভাবকদেরকে তাদের সন্তানদের ব্যাপারে সচেতন হতে হবে। কোন সন্তান নিখোঁজ থাকলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার ডাকে সারা দিয়ে আজ সারাদেশের মানুষ জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। তিনি জঙ্গিবাদ বিরোধী কর্মসূচি গ্রহণ করার জন্য পৌরপরিষদ, পৌরকর্মকর্তা-কর্মচারীদের প্রতি সন্তোষ প্রকাশ করেন। হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, পৌরকাউন্সিলর গৌতম কুমার রায়, শেখ মোঃ উম্মেদ আলী শামীম, উমেদনগর পৌর হাইস্কুলের প্রধান শিক্ষক মাওলানা আব্দুল জলিল প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন পৌরসভার সচিব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী। মানববন্ধনে উপস্থিত ছিলেন পৌরকাউন্সিলর মোহাম্মদ জুনায়েদ মিয়া, শেখ নূর হোসেন, মোঃ আব্দুল আউয়াল মজনু, মোঃ আলমগীর, খালেদা জুয়েল, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মধুসুদন দাস, পৌরকর্মচারী সংসদের সভাপতি সিদ্ধার্থ বিশ্বাস ও সাধারণ সম্পাদক মহিবুর রহমান দুলন।