Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বিএনপি সরকার রাজাকারদে গাড়ীতে জাতীয় পতাকা দিয়েছিল-এমপি বাবু

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু বলেছেন, বঙ্গবন্ধুর মত নেতার জন্ম না হলে দেশ স্বাধীন হতো না। বঙ্গবন্ধুকে হত্যা করে দেশের উন্নয়নকে অনেক পিছিয়ে দেওয়া হয়েছিল। দেশের স্বাধীনতা যুদ্ধে দেশীয় কিছু রাজাকার, আলবদররা পাকিস্তানী হানাদার বাহিনীকে সহযোগীতা করার জন্য দীর্ঘ ৯ মাস যুদ্ধ করতে হয়েছে। বিএনপি সরকার ক্ষমতায় এসে রাজাকারদের গাড়ীতে পতাকা উড়ানোর সুযোগ দিয়ে জাতীয় পতাকার অবমাননা করেছে। তাই এ সব রাজাকার, আলবদর জঙ্গীদের থেকে সাবধান থাকার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, নবীগঞ্জ-বাহুবল এলাকায় কোন জঙ্গী ধরে দিতে

পারলে সন্ধান দাতাকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। তিনি গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪১ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। আলোচনার পূর্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন ও শোক র‌্যালী অনুষ্টিত হয়। নবীগঞ্জ উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা তাজিনা সরোয়ার’র সভাপতিত্বে এবং সহকারী কমিশনার ভূমি জিতেন্দ্র কুমার নাথের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট আবুল ফজল, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর হোসেন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান ইমদাদুল রহমান মুকুল, উপজেলা জাসদের সভাপতি মোঃ আব্দুর রউপ, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল বাতেন খাঁন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রথীন্দ্র চন্দ্র দেব, নবীগঞ্জ পৌর আওয়ামীগে সভাপতি হাজ্বী মোজাহিদ আলম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, পৌরসভার প্যানেল মেয়র এটি এম সালাম, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মাহমুদ চৌধুরী, উপজেলা কৃষকলীগের সভাপতি শেখ শাহনুর আলম ছানু ও নবীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি প্রভাষক উত্তম কুমার পাল হিমেল। অনুষ্ঠানে বঙ্গবন্ধু শিশু কিশোর মেধা বৃত্তি প্রদান ও যুবঋণ প্রদান করা হয়।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী বলেন, শোক দিবস আজ শুধু আওয়ামীলীগের নয়, এখন সেটা জাতীয় দিবস, রাষ্ট্রীয় দিবস। বঙ্গবন্ধু দেশের সাধারণ মানুষের ভাগ্যন্নোয়নে ভাবতেন বলেই একটি সাধারন বাড়ীতে আততায়ীদের হাতে খুন হন। তিনি দেশের বর্তমান জঙ্গীবাদ পরিস্থিতির উপর আলোকপাত করে বলেন, যারা এদেশে জঙ্গীবাদ করেন তাদেরকে সরকারী খরচে পাসপোর্ট ও ভিসা দিয়ে পাকিস্তান, আফগানিস্তান ও সিরিয়া চলে যাওয়ার পরামর্শ দেন। এর আগে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, নবীগঞ্জ পৌর পরিষদ, উপজেলা ও পৌর আওয়ামীলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়। পরে বিশাল এক শোক র‌্যালী বের করা হয়।