Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ জেলা জজশীপ উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

স্টাফ রিপোর্টার ॥ স্বাধীনতা মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা জজশীপ পক্ষ থেকে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোঃ আতাবুল্লাহ। সভায় বক্তৃতা করেনজেলা আইনজীবী সমিতির সভাপতি সাবেক এমপি অ্যাডভোকেট মোঃ আব্দুল মোছাব্বির, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সোলায়মান, অতিরিক্ত দায়রা জজ মাফরোজা পারভীন, পিপি সিরাজুল হক চৌধুরী, জিপি আফিল উদ্দিন, স্পেশাল পিপি অ্যাডভোকেট মাসুম মোল্লা, অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস এম হুমায়ুন কবির, আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জমসেদ মিয়া, সহ-সভাপতি আবুল আজাদ, অ্যাডভোকেট আরিফ চৌধুরী, নিলান্দ্রী শেখর টিটু, সুবির রায়, কামাল আহমেদ, ফয়জুল গনি কাইজার, মনমোহন দেব নাথ, আব্দুল আলী তালুকদার, মোঃ আব্দুল মোছাব্বিরসহ জজশীপের বিচারকবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ জজ কোর্টের প্রসেস সার্ভার আব্দুস সালাম। সভা পরিচালনা করেন নাজির ওসমান রেজাউল করিম। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জেলা ও দায়রা জজ মোঃ আতাবুল্লাহ বলেন, বঙ্গবন্ধু এমন এক মহান ব্যক্তি ছিলেন যার কোন তুলনা হয় না। তিনি বঙ্গবন্ধুকে দলমত নির্বিশেষে সবার উর্ধ্বে স্থান দেয়া জন্য আহ্বান জানান। আলোচনা সভাশেষে মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন অ্যাডভোকেট মাওলানা মোফাচ্ছির আহমেদ।